যে ইবাদতে ১২ বছরের সমান সওয়াব পাওয়া যাবে। - 12 Years of Saoab

Описание к видео যে ইবাদতে ১২ বছরের সমান সওয়াব পাওয়া যাবে। - 12 Years of Saoab

যে নামাজে ১২ বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে। হজরত আম্মার ইবনে ইয়াসির (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘মাগরিবের নামাজের পর যে ব্যক্তি ছয় রাকাত নফল নামাজ পড়বে তার গোনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।’ -মাজমাউজ জাওয়াইদ: ৩৩৮০

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে।’ -ইতহাফুস সাদাহ: ৩/৩৭১

১২ বছরের ইবাদতের সমান সওয়াবের সুসংবাদ রয়েছে আওয়াবিন নামাজে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি মাগরিবের পরে ছয় রাকাত নফল আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা ১২ বছরের ইবাদতের সমান গণ্য হবে।’ -তিরমিজি: ১/৫৫৯

Комментарии

Информация по комментариям в разработке