কতোদিন সময় হাতে নিয়ে শুরু করবো? কি কি ডকুমেন্টস লাগবে? USA Student Visa Application |

Описание к видео কতোদিন সময় হাতে নিয়ে শুরু করবো? কি কি ডকুমেন্টস লাগবে? USA Student Visa Application |

আসসালামু আলাইকুম। ২০২১ সালের ডিসেম্বরে আমি প্ল্যান করি USA তে Student Visa Apply করবো ২০২২ সালের Fall Semester এর জন্য। আলহামদুলিল্লাহ, ২০২২ এর ডিসেম্বরে আসার সুযোগ হয়। IELTS, SOP, Recommendation Letters, Resume থেকে শুরু করে সবগুলো প্রসেস নিজের হাতে করেছি কোনো এজেন্সির হেল্প ছাড়া। তাই আমিও চাই ভুয়া এজেন্সির হাতে পরে আপনার স্বপ্ন নষ্ট না হোক। আপনার স্বপ্ন পূরণে একটু হলেও আমার ভিডিও গুলো কাজে লাগবে আশাকরি। এটা আমার প্রথম ভিডিও তাই সব গুলো বিষয় বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ USA Student Visa Application এর সব গুলো স্টেপ বিস্তারিতভাবে ধাপে ধাপে ভিডিও আকারে পেয়ে যাবেন।

USA Student Visa Application এ যে যে Documents গুলো লাগবে…
১. English Proficiency Certificate (IELTS, Duolingo, MOI, GRE…)
২. Academic Certificates
৩. Academic Transcripts
৪. Resume/CV
৫. SOP-Statement of Purpose
৬. Bank Solvency Certificate (USA তে ১ বছরের খরচের সমান বা বেশি)
৭. Bank Statement (চেষ্টা করবেন কমপক্ষে ৪ মাসের স্টেটমেন্ট দেখাতে)
৮. Recommendation Letters (২-৩ টা)
৯. Job Experience Certificate (যে সাবজেক্টে যাবেন সেই রিলেটেড থাকলে ভালো হয়)
১০. Valid Passport ( ফ্লাই করার সময় কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)
১১. Marriage Certificate (বিবাহিত হলে F2 এর জন্য)

আপাতত এগুলো থাকলেই হবে.. কিভাবে নিজে নিজে এগুলো প্রস্তুত করবেন আশাকরি ধাপে ধাপে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке