Puishak।কিভাবে বীজ ছাড়া পুঁইশাকের চারা তৈরি করবেন।how to grow malbar spinach|

Описание к видео Puishak।কিভাবে বীজ ছাড়া পুঁইশাকের চারা তৈরি করবেন।how to grow malbar spinach|

পুঁইশাকের গাছ থেকে কাটিং এর মাধ্যমে পানি কলম পদ্ধতিতে কিভাবে পুঁইশাকের চারা তৈরি করবেন ।


শাক-সবজি চাষ করতে আমরা সবাই পছন্দ করি। শহরে-গ্রামে অথবা প্রবাসে যেখানেই থাকি না কেন, হাতের কাছে এক টুকরো জমি পেলে অথবা একটা বারানদা থাকলেই সখের বাগান করে বসি। শুধু ফুল নয় শাক-সবজি চাষ করার সুযোগটাও হাতছাড়া করি না। তবে অসাধারন স্বাদের জন্য পুঁইশাক চাষ করতে ভুল করিনা।
বীজ থেকে পুঁইশাক চারা তৈরি করে ফলন পেতে মোটামুটি অনেক সময় লেগে যায়। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে বিষয়টা সহজ হয়ে যায় আর ফলন পেতেও অর্ধেক সময় লাগবে। পদ্ধতিটা হচ্ছে পুঁইশাকের শাখা বা ডাঁটা কাটিংয়ের মাধ্যমে পানি কলম পদ্ধতিতে ৫-৭ দিনে চারা তৈরি। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিও থেকে।

ভিডিও যদি ভাল লাগে তাহলে একটা লাইক দিয়ে ভাল লাগাটাকে প্রকাশ করুন। শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর সাবসক্রাইব/Subscribe করে সাথে থাকুন।
ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।

Комментарии

Информация по комментариям в разработке