৩০ সেকেন্ডে শিখুন স্ট্রোকের মূল কারণ ও লক্ষণ | Stroke Awareness Bangla
স্ট্রোক হলো এমন একটি মেডিকেল ইমার্জেন্সি, যা মুহূর্তেই জীবন বদলে দিতে পারে। মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা রক্তনালী ফেটে গেলে স্ট্রোক হয়, আর এর ফলে মস্তিষ্কের কোষ দ্রুত মারা যায়। এই ভিডিওতে ৩০ সেকেন্ডে সহজভাবে জানুন স্ট্রোকের ধরন, প্রাথমিক উপসর্গ, আর FAST Rule—যা জীবন বাঁচাতে পারে।
স্ট্রোক (Stroke) একটি জরুরি অবস্থা, যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহে বাধা বা রক্তনালী ফেটে যাওয়ার কারণে মারাত্মক ক্ষতি হয়।
স্ট্রোক সাধারণত ২ ধরনের হয়:
1️⃣ ইসকেমিক স্ট্রোক (রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া)
2️⃣ হেমোরেজিক স্ট্রোক (রক্তনালী ফেটে রক্তক্ষরণ হওয়া)
👉 কিভাবে চিনবেন?
✔️ মুখ বেঁকে যাওয়া
✔️ হাত–পা দুর্বল হয়ে যাওয়া
✔️ কথা জড়িয়ে যাওয়া
✔️ আর দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়া!
⏰ মনে রাখুন: সময়ই জীবন। FAST Rule মনেই রাখুন।
____________________________________
বর্তমানে বাংলাদেশে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল স্ট্রোক । শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বেই স্ট্রোকে মৃত্যুর হার সবচেয়ে বেশি । কিন্তু আশার কথা হল ৮০-৯০% স্ট্রোক সহজেই প্রতিরোধ করা যায় । কিন্তু কিভাব সেটা সম্ভব । এই চ্যানেলে স্ট্রোক সহ অন্যান্য নিউরো ডিজিজ নিয়ে বিভিন্ন ধরেনের শিক্ষামূলক ভিডিও পাবেন , যেইগুলোর মাধ্যমে রক্ষা পেতে পারে আপনার মূল্যবান জীবন।
যেইসব বিষয়ে ভিডিও পাবেন -
১। স্ট্রোক
২। হেড ইনজুরি
৩। জিবিএস
৪। সেরিব্রাল পালসি
৫। পারকিন্সন ডিজিজ
৬। বেলস পালসি ইত্যাদি ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চিকিৎসা ও পরামর্শ পেতে কল করুনঃ 01753-562762
আমাদের ফেইসবুক পেইজঃ / neurofitbd
আমাদের ওয়েবসাইটঃ https://www.neurofit.com.bd/
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
#stroke #স্ট্রোক #brainhealth #strokeawareness #strokeprevention #healthylifestyle #banglahealth #healthtipsbangla #lifesavingtips #medicalawareness
Информация по комментариям в разработке