রাসুল(স) কেন বললেন, “মৌমাছির মত হও”? Noman Ali Khan

Описание к видео রাসুল(স) কেন বললেন, “মৌমাছির মত হও”? Noman Ali Khan

Ustad Noman Ali Khan Lecture-মৌমাছির মত হও।

আমাদেরকে মৌমাছি নিয়ে চিন্তা করতে হবে, কারণ, কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবকিছু আমাদের হেদায়েতের জন্য। তাই, একজন বিশ্বাসী হিসেবে এই ক্ষুদ্র সৃষ্টির প্রতি আমার এখন অন্যরকম একটি শ্রদ্ধা তৈরি হয়েছে। কারণ, আল্লাহ বর্ণনা করেছেন এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর ওহী গ্রহণ করে থাকে। আল্লাহ এমন কথা গরু সম্পর্কে বলেননি, তিনি এমন কথা উট সম্পর্কেও বলেননি, তিনি পাখি সম্বন্ধেও এমনটি বলেননি। ঐ প্রাণীগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন, তিনি করেছেন। তিনি বহু প্রাণীর নাম কুরআনে উল্লেখ করেছেন। অন্য অনেক সৃষ্টির কথা কুরআনে এসেছে।
কিন্তু আজ আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হল, এই ক্ষুদ্র সৃষ্টি থেকে কিছু পথনির্দেশনা। শুধু এই সৃষ্টির কদর করা নয়, বরং কিছু হেদায়েত। আর আমি এমন কিছু শিক্ষা এর কাছ থেকে পেয়েছি যা আমাকে সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ (স) এর একটি হাদিস পেয়েছি - যাকে সহিহ গণ্য করা হয় - আমি সেই সত্ত্বার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ।” আল্লাহর রাসূল (স) কোন শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন। কিন্তু, তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন। কারণ, তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোন বিষয়। তিনি বলেন - "মু'মিনের উদাহরণ হল ঠিক মৌমাছির মত।" আমি বসে থেকে ভাবলাম, সুবহানাল্লাহ! আল্লাহ প্রথমে আমাদের বলেছেন তিনি মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেন। এখন রাসূলুল্লাহ (স) বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মত হও।
মৌমাছির মত হলে কী হবে? আর কীভাবে মৌমাছির মত হব? মৌমাছি আমাকে আমার ঈমান সম্পর্কে কী শেখাবে? কীভাবে একজন বিশ্বাসীর মত বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কী শেখাবে? ব্যাপারটা এতোই সিরিয়াস যে আল্লাহর রাসূল (স) প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন। নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কিছু। তো, তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। এছাড়া আরও আছে। কিন্তু, আমি চাই রাসূল (স) কী বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন।
তিনি বলেন - এটি ভালো জিনিস খায়।" এটি ভালো এবং খাঁটি জিনিস খায়। মৌমাছি উত্তম ফুলের নিকট যায়। এটি এমন কোন ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ব, নষ্ট। এটি এমনকি এমন কোন ফুলের নিকটও যায় না...গন্ধ শুঁকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতোমধ্যে এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে। এটি নতুন, পরিষ্কার, খাঁটি একটি ফুলের নিকট যায়। এটি শুধু সেই ধরণের ফুলের নিকট যায়।
আমাদের ঈমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হল, যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি...শুধু যে খাদ্য আহার কর তাই নয়, বরং যে রিজিকের পিছে ছুটি, যে চাকরি আপনি পাবেন, যে ব্যবসা আপনি শুরু করবেন, যে টাকা আপনি কামাবেন, এবং যে খাদ্য আপনি আহার করবেন...সবকিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন। এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি, যা পবিত্র। সর্বোত্তম জিনিসের খোঁজ করুন। আর জানেন তো? মৌমাছি সবেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে, বসে না। তাই, আমাদেরও সেরাটা অর্জন করতে হবে। একজন মু'মিনের দৃষ্টিভঙ্গি এমনই। (ফালইউতকিনহু) তার উচিত দক্ষতা অর্জন করা। আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন। আপনার উচিত সেরা হওয়া। এটাই মৌমাছি করে, সে সেরা ফুলের সন্ধানে থাকে। এটাই প্রথম শিক্ষা।
------------------
তারপর তিনি বলেন - وَوَضَعَتْ طَيِّبًا - (ওয়া ওয়াদা'য়াত তইয়িবান) এটি উত্তম উপায়ে বসে, যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর। ব্যাপারটা ভালো এবং খাঁটি। আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে। মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা জানতে পারবেন না। মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন, তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার হয়। মৌমাছি যখন কোন ফুল থেকে মধু নিতে যায়, তারা ঐ ফুল থেকে মধু নিবে না যদি না তারা ঐ ফুলকে আরও বেশি কিছু দিবে। তারা একে জীবন দিবে, পরাগ দিবে।

কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে। এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি। আর যা প্রদান করে তা গ্রহীতার জীবনকে উন্নত করে। আর যা নিয়ে যায় তা গ্রহীতার কোন ক্ষতি করে না। এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোন ক্ষতি করে না। وَوَضَعَتْ طَيِّبًا - এটি (ফুলের উপর পাগুলো) রাখে খুব সুন্দর করে। প্রসঙ্গত, ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয়। ফুলের তুলনায় মৌমাছি ভারী একটি জীব। যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ঐ কোমল জায়গায় রাখে তাহলে এটি ভেঙ্গে যেতে পারে। তাই, এটি ভাসতে থাকে, পুরো ওজন ফুলের উপর রাখে না। এটি পাখাগুলো ঝাপটাতে থাকে যেন সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয়।
আমরা এখান থেকে কী শিখছি? আপনার একটি সম্পর্ক আছে কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন, দাবি করতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন...তারপর একসময় আপনার প্রিয় বন্ধু, আপনার কর্মচারী, আপনার স্বামী বা স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। আপনার কিছু জিনিস দরকার, হ্যাঁ আমি একমত। কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না। সহজে অগ্রসর হউন। তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙ্গে পড়বে। আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন। তার জন্য কিছু নিয়ে আসুন তারপর দাবি করুন। আর যখন চাইবেন কম করে চান। জাস্ট, যতটুকু দরকার।
আচ্ছা এটা সুন্দরভাবে বসে, ভালো একটি জায়গা খুঁজে নিয়ে বসে। এটা সুন্দরভাবে আহার করে।
এর আরেকটি উপকার হল, যদি অন্য কোন মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে, তখন সে এসে এখানে কোন ঝামেলা বাঁধায় না। কারণ, যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুলের উপর গিয়ে বসে তখন ফুলের ক্ষতি হয়ে যায়, এর পরাগায়ন আর হয় না। ফুলটি এর ফলে মারা যায়।
তাই, মৌমাছি ব্যাপারটা বুঝতে পারে, সে জানে যে এই ফুলের সাথে ঐ মৌচাকের সম্পর্ক গড়ে উঠেছে, আমার এর কাছে যাওয়া উচিত নয়। এটা নিকটে আসে, গন্ধ শুঁকে বুঝতে পারে, এরপর সে অন্য আরেকটি ফুলের নিকট যায় যাকে স্পর্শ করা হয়নি এখনো। #ramadan #ustadnomanalikhan

Комментарии

Информация по комментариям в разработке