সুপ্রিয় দর্শক বন্ধুরা,
আপনারা হয়তো অনেকেই বৃক্ষরোপণ করতে চাচ্ছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না কোন গাছ গুলো রোপণ করবেন। বিশেষ করে রাস্তার দুপাশ দিয়ে কিংবা পতিত জমিতে বা পুকুর পাড় দিয়ে। মূলত এই সমস্ত জায়গার জন্য তালগাছকেই শ্রেষ্ঠ বলা যেতে পারে, কারণ তালগাছ হল শত বর্ষজীবী উদ্ভিদ। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে বজ্রপাত প্রতিরোধ, বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন, তাল গাছের গুড়ি থেকে বিভিন্ন কাঠ তৈরি, তালের পাতা দিয়ে হাত পাখা তৈরি, তাল গাছে প্রচুর পাখির বাসস্থান এসব নানাবি উপকারে ভূমিকা রাখে।
তাছাড়া মহান আল্লাহতালা প্রার্থীব জগতে যতগুলো কাজের মাঝে নিয়ামত দান করেছেন তার মাঝে গাছ লাগানো বা বৃক্ষরোপন করা অন্যতম। আপনারা যারা বিভিন্ন দায়িত্বে আছেন বা তালগাছ রোপনের চিন্তা করছেন তারা আমাদের কাছ থেকে গ্যারান্টেড প্রজাতির খুচরা ও পাইকারি দামে তাল গাছের চারা নিতে পারবে।
☎️+8801717807336
(imo+whatsapp number :+8801717807336)
#তাল_গাছের_চারা
#তালের_চারা
#best_plants_bangladesh
#palm_tree
#taler_chara
তাল গাছের চারা, পাইকারি দামে তাল গাছের চারা, তাল গাছের চারা সরবরাহকারী প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে বড় নার্সারি তাল গাছের জন্য, তাল চারা কিভাবে উৎপাদন করা হয়, তালের আঁঠি থেকে চারা তৈরি, কম দামে তাল গাছের চারা, বাংলাদেশের সবচেয়ে বড় ভালো নার্সারি, সব গাছ পাওয়া যায় এমন নার্সারি, palm tree, tal gash, bal gach, tal chara,তালগাছ সরবরাহকারী প্রতিষ্ঠান, বড় সাইজের তাল গাছের চারা বিক্রয়, পাইকারি দামে তাল গাছের চারা ক্রয় বিক্রয় করা হয়, বাংলো বাড়ি ডেকোরেশন, রাস্তার দুপাশ দিয়ে লাগানোর সবচেয়ে উপযুক্ত গাছ হলো তাল, রাস্তার পাশ দিয়ে লাগানোর কাজ কি, সবচেয়ে বেশিদিন বাঁচে কোন গাছ, তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে, বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে এবং বাচ্চা ফোটায়, বাংলা চিড়ায় তো তালগাছ, বজ্রপাত রোধে তাল গাছের ভূমিকা, তাল গাছের পাতা হতে হাত পাখা তৈরি করা হয়, তাল গাছের গুড়ি থেকে যে কার্ড তৈরি হয় তা দিয়ে ঘরবাড়ি কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাল গাছের পাতা অত্যন্ত শক্ত একেবারে প্লাস্টিকের মত, তালগাছ বিশুদ্ধ অক্সিজেন দেয়, কৃষকের বন্ধু হলো তালগাছ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা ঘুঘু ডাঙ্গার তালগাছ সম্বলিত রাস্তা। ছাদ বাগান বারান্দা বাগান রিসোর্ট বাংলো বাড়ির ডেকোরেশন এর জন্য সবচেয়ে বড় নার্সারি।
Информация по комментариям в разработке