মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী।

Описание к видео মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী।

কালাম: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
-------------------------------------------------------
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।
যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়।।

মাওলা ধনের চরণখানি,
নূরের খনি পরশমণি,
ছুইতে পারলে একটুখানি জন্মের কাজ ফুরায়।।

সোনা হতে যার বাসনা,
থাক বা না থাক উপাসনা,
পরশ মাত্র হবে সোনা, মাওলাজির কৃপায়।।

সেই পরশের পরশ পেয়ে
কত গেল সোনা হয়ে,
যত যাঙ্গার ধরা আয়রে ধেয়ে, কে আছিস কোথায়।।

রমেশ বলে পরশিতে,
হল না তা আমা হতে,
কলঙ্কের ঢোল শেষ কালেতে লয়েছি গলায়।।

(ড্রোন শট: ফেসবুক থেকে সংগৃহীত)

Комментарии

Информация по комментариям в разработке