ধান ক্ষেতে লাইট ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে পোকা মাকড়ের উপস্থিতি সনাক্ত ও দমন।

Описание к видео ধান ক্ষেতে লাইট ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে পোকা মাকড়ের উপস্থিতি সনাক্ত ও দমন।

বোরো ফসল
রক্ষায় রাতে ‘লাইট ট্র্যাপ’ বা
আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার।মাজরা
পোকা
এবং
বাদামী গাছ ফড়িং পোকা
সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার
আক্রমণ থেকে
বোরো ফসল রক্ষার জন্য
‘আলোর ফাঁদ’ প্রযুক্তি বেশ কার্যকর।
সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত
ধানক্ষেতের যেকোনা এক প্রান্তে
এই
আলোর ফাঁদ বসানো হয়। বৈদ্যুতিক
বাতি কিংবা হারিকেন ঝুলিয়ে
নিচে
একটি গামলায় সাবান-পানি
রেখে এ আলোর ফাঁদ তৈরি
করা হয়। আলো দেখে
পোকার দল সেখানে জড়ো
হয় এবং গামলার সাবান- পানিতে
পড়ে মারা যায়।
ওই মৃত পোকাগুলো দেখে
বোঝা যায়, সেই ফসলের
ক্ষেতে ও আশপাশে কি ধরনের
ক্ষতিকর পোকার উপস্থিতি এবং
আক্রমণ রয়েছে। সে অনুযায়ী বালাই
দমন পদ্ধতি গ্রহণ করা হয়। এতে
ক্ষেতের ফসল রক্ষা পায় এবং উৎপাদন
ভালো হয়।
মোঃসোহাগ ইসলাম।
উপ-সহকারী কৃষি অফিসার।
#ধান #ধান_ক্ষেতে_লাইট_ট্যাপ #আলোক_ফাদ
#ক্ষমাকারীওউপকারী_পোকা_নির্নয়।

Комментарии

Информация по комментариям в разработке