টমেটোর বীজ থেকে চারা উৎপাদন, টবে টমেটো চাষ পদ্ধতি

Описание к видео টমেটোর বীজ থেকে চারা উৎপাদন, টবে টমেটো চাষ পদ্ধতি

টমেটো শীতকালীন ফসল হলেও বর্তমানে বারোমাসি টমেটোর জাত রয়েছে যেগুলো চাষ করে আপনি বারো মাস টবে টমেটো চাষ করতে পারেন। টবে টমেটো চাষ পদ্ধতি জমিতে টমেটো চাষের থেকে কিছুটা আলাদা কারণ তবে নির্দিষ্ট মাত্রায় মাটি এবং নির্দিষ্ট পরিবেশে গাছ লাগানো হয় তাই গাছকে তার প্রয়োজনীয় উপকরণ সঠিকভাবে সরবরাহ করতে হয়। টমেটো চাষের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে টমেটোর বীজ থেকে চারা তৈরি করা। প্যারা তৈরীর জন্য প্রথমেই টমেটোর বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর এগুলোকে ভালো ভাবে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর বীজগুলো বপনের জন্য প্রস্তুত হয়ে যায় বীজ বপনের জন্য টমেটোর বীজতলা তৈরি করে নিতে হয়। বীজতলার মাটি মূলত ঝুরঝুরে হলে সবচাইতে ভালো হয় এজন্য বেলে-দোআঁশ টাইপের মাটি ব্যবহার করা সবচাইতে উত্তম। বীজতলা তৈরির জন্য 60 ভাগ পরিমাণ মাটি এবং 40 ভাগ পরিমাণ জৈব সার , কম্পোস্ট , পাতা পচা সার অথবা গবর মিশিয়ে বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরি হয়ে গেলে ভিজিয়ে রাখা বীজগুলো পিস্তলের মধ্যে উপর থেকে ছিটিয়ে দিতে হবে এবং একটি নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে একটা বীজ থেকে আরেকটা বীজের। এভাবে রোপন করে রাখার পর পুরো বীজতলা ডাকে কাপড় অথবা প্লাস্টিক এর কিছু দিয়ে এক থেকে দুই দিন ঢেকে রাখা প্রয়োজন। ঠিকভাবে 20 বসিয়ে দিলে পরবর্তী সাত থেকে 10 দিনের মধ্যে সেগুলো গুজিয়ে চাড়ায় রূপান্তর হবে। টমেটোর বীজ থেকে চারা গজাতে সময় লাগে টোটাল দশ থেকে পনেরো দিন ১৫ দিন পরেই চাড়া গুলো প্রস্তুত হয়ে যায় যেকোনো স্থানে রোপণের জন্য। টমেটো গাছ ঠিকভাবে বেড়ে ওঠার জন্য টবের মাটি প্রস্তুত খুব জরুরি একটা বিষয় টমেটো চাষের জন্য টবের মাটি তৈরি করতে 30 ভাগ পরিমাণ জৈব সার 60 ভাগ পরিমাণ মাটি এবং 10 ভাগ পরিমাণ বালি একসাথে মিশিয়ে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি হয়ে গেলে টমেটোর চারা সেখানে রোপণ করে দিতে পারেন। চারা রোপণের 30 থেকে 40 দিনের মধ্যে টমেটো গাছে ফুল ধরবে এবং পরবর্তী 60 দিনের মধ্যে টমেটো পাকা ধরবে ও গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে। টবে টমেটো চাষে সূর্যের আলোর প্রয়োজনীয়তা , টমেটো গাছ মূলত পার্শিয়াল সূর্যের আলো মানে কম আলোতে ভালো হয়।দিনে কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা রোদ আসে এমন জায়গায় আপনি টমেটোর চারা লাগাতে পারবেন। এছাড়া আপনি চাইলে বারান্দাতেও টবসহ টমেটো গাছ লাগিয়ে রাখতে পারেন। টমেটো গাছের রোগ বালাই দমনের জন্য গাছের গোড়ায় কিছু পরিমাণে সবসময় দিয়ে রাখা ভালো এতে মাটি থেকে ছত্রাকজাতীয় কোন রোগ টমেটো গাছে ধরবে না। এই ভিডিওটিতে মূলত টমেটোর বীজ থেকে চারা তৈরি টমেটো গাছের চারা রোপণ পদ্ধতি টমেটো চাষের নিয়ম কানুন টবে টমেটো গাছের যত্ন ও পরিচর্যা টবে টমেটো চাষ পদ্ধতি টমেটোর বীজ থেকে চারা চারা থেকে ফল এবং টমেটো পাকা পর্যন্ত সবকিছু দেখানো হয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке