#islamicruqyah #মনেরমানুষকেকাছেপাওয়ারদোয়া #ভালোবাসারমানুষকেবশকরারদোয়া #shamibaddhokoraramol প্রথম তাউকিল এর লিংক ( • প্রথম তাউকিল যে কোন কাজ করার আগেই এই তাউকি... ) দাওয়াত ও জাযার এর ভিডিও লিংক • দাওয়াত ও যাজার পাঠ করে কোন আমল করতে ঐ কাজ ...
আমার চ্যানেলের নাম ; Sahih Islamic Ruqyah,বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহি ওয়াবারাকাতুহ, যে সকল ভাই ও বোনেরা আপনারা আমাদের চ্যানেলটি এখনও subcribed করেন নি তারা আমাদের চ্যানেলটি এখনি subcribed করুন এবং আমাদের পাশে থাকার bell বাটুন টি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, এই আমলটি আপনারা দূরে থাকা কোন ব্যক্তির জন্য করে করতে পারবেন না,আপনি এই আমলটি ওই ব্যক্তির জন্য করতে পারবেন যার সাথে আপনার প্রতিদিনই দেখা হয় বা মাঝে মাঝেই দেখা হয়,একেবারেই দেখা হয় না বা দূরে থাকে ওই ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন না,অতএব ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখলাম ,এই আমলের তাৎপর্য এবং গুরুত্ব এতটাই অপরসিম, ওই ব্যক্তির যার জন্য আমল করবেন তখন,আপনার হাতের ইশারাতে আর কথার ইশারাতে ওই ব্যক্তি চলবে এবং চলতে বাধ্য ইনশাআল্লাহ দয়া করে এই আমলটিকে অন্যায় ভাবে ব্যবহার করবেন না ,যেদিন আমল করবেন আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা এবং তাদের নামের সাথে যে হরফ আছে সেটিও সংযুক্ত থাকবে এখানে পবিত্র কোরআনের আয়াত থাকবে অথবা আপনারা দয়া করে এটি কি অন্যায় কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না এই আমলটি হচ্ছে আপনারা যে কোন দিন করতে পারবেন তবে এই আমলটি করার জন্য রবিবার থেকে শুরু করব এভাবে সাত দিন কিভাবে আমল করবেন একদিন আমল করলেই চলবে কিন্তু আপনি কোন দিন আমল করতে পারবেন সেটি তো আর কেউ বলতে পারবেনা তাই আমি সাত দিনের আমলটি আপনাদের কাছে উল্লেখ করছি কারণ আমি সবাইকে চিন্তা করেই আমল দিয়ে থাকি,অতএব যার যেদিন সুবিধা হয় সেদিনই আপনারা আমলটি করবেন,এই আমলটি করার সময় আমি আমার ভিডিওতে একটি তালসাম আপনাদেরকে দেখিয়েছি,নিজে তালসামটি এঁকে নিতে হবে তারপরই তালসামটিতে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে ভিডিওতে উল্লেখ করে দিয়েছি ,স্বামী বা স্ত্রী অথবা পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য আমলটি করার জন্য কিভাবে করতে হবে সেটি আমি আমার ভিডিওতে বর্ণনা করে দিয়েছি,লেখার পরে ওই তালসামের নিচ দিয়ে যেদিন আপনি আমলটি করবেন ওইদিনের ফেরেশতা ও তার নামের ধরে নিন রবিবার আমলটি করবেন, রবিবারের ওই দিনের আকাশের যে ফেরেশতা রয়েছে ওনার নাম লিখতে হবে উনার নামের যে হরফ গুলো আমি আমার ভিডিওতে দেখিয়েছি,এরপরে রবিবারের জমিনের যে ফেরেশতা রয়েছে তার নামটি লিখবেন,নামগুলো লেখার পরে আরবির যে ২৯ টি হরফ রয়েছে এই ২৯ টি হরফই নিচ দিয়ে লিখে দিবেন,সম্পূর্ণ টুকু লেখা শেষ হয়ে গেলে আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে,কুরআনের কোন আয়াতগুলো পাঠ করতে হবে সেগুলো আমি আমার ভিডিওতে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছি,কোরআনের আয়াতগুলো পাঠ করার পরে আপনি যার জন্য আমলটি করছেন মনে মনে চিন্তা করবেন যে আপানর আয়ত্তে চলে আসে যতবার পাঠ করবেন ততবারই ওই ব্যক্তিকে স্মরণ করে যেই কারনে আমলটি করছেন সেটাই বলেবন ,৪৫ বার পাঠ করে ভিডিওতে যে তালসামটি দেখিয়েছি সেটির মধ্যে ৪৫ ফু দিতে হবে,এভাবে যখন আপনার পুরো কাজটি শেষ হয়ে যাবে তখন একটি মাটির পাত্র আগে থেকেই সংগ্রহ করে রাখবেন,নতুন পাত্র হতে হবে এমন পাত্র যেটি আগে ব্যাবহার করা হয়নি,পাত্রের মধ্যে আপনার ডান হাতটি পানি দিয়ে ধুবেন,ডান পাও পানি দিয়ে দ্রুত করবেন,ওই পানির মধ্যে এই তালসামটিকে ছেড়ে দিবেন,আর এগুলো অবশ্য অবশ্যই জাফরান কালি দ্বারা লিখবেন,তারপরে সেই পানি যার জন্য আমল করছেন তাকে কোন ভাবে খাওয়াবেন,খাওয়ার পরে ওই ব্যক্তির সবকিছু আপনার হাতের মধ্যে চলে আসবে আপনি ছাড়া ২য় কোন ব্যক্তির গতি নেই,আমার চ্যানেলের সকল ভিডিও এক সাথে পাওয়ার জন্য এই লিংকে ক্লিক করুন / @sahihislamicruqyah উম্মার এবং তাহসিন বুঝার জন্য এই লিংকে ক্লিক করুন, • দূর থেকে যে কোন মানুষকে প্রেমে পাগল পারা ক... ,facebbok link:, / kabir1182 ,সারফুল উম্মার এবং তাহসিন ভিডিও এর লিংক, • সারফুল উম্মার ও তাহসিন সহ সকল আমল কার্যকর ... ,আমার সাথে যে কোন বিষয়ে কথা বলার জন্য যে কোন বিষয়ে সমাধানের জন্য প্রতি শক্রবার ও শনিবার সকাল ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত কথা বলতে পারবেন,আমার চ্যানেলে প্রবিত্র কোরআনের ১০০% পরীক্ষিত আমল পাবেন নিয়মিত,আমার প্রতিটি ভিডিওতে একটা নাম্বার ই দেয়া আছে ৫ বছর আগের ভিডিও শেষে যে নাম্বার আছে আমার আজকের ভিডিও তেও সেই নাম্বার আছে আমি ৭ বছর ধরে দেশ বিদেশে মানুষের নাম এবং বাবা মায়ের নাম দিয়ে সকল সমস্যা সমাধান করে থাকি আল্লাহ তায়ালাই সকল সমস্যা সমাধান করে থাকেন আমার উছুলাতে সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আমি যেন মানুষের বেশি বেশি উপকার করতে পারি,আমার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ০১৯৩৮৩১১৩৮,এই নাম্বার টি প্রতি শক্রবার ও শনিবার খোলা থাকে নামজের সময় নাম্বার টি বন্ধ থাকে।আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করুন আমিন।
Информация по комментариям в разработке