Wecome to Pritish Mondal's Lifestyle Vlogs.The 'Chhoyghoria Jora Shiva Temple' is located approximately 7-8 kilometers north of the town of Satkhira. Over 200 years ago, in the year 1220, Fokirchand Ghosh, who was a local landlord, built two temples on the same day on the first day of the Bengali month of Boishakh. These temples are both square in shape, with each side measuring 15 feet 9 inches in length.
The terracotta work on the walls of both temples is intricate and exceptional. The craftsmanship here is highly regarded within the Satkhira district, featuring various motifs such as flowers, vines, fairies, gods, goddesses, horse riders, and elephants. To facilitate the devotees' ablutions, the landlord dug a massive pond covering 1 acre and 31 decimals of land. In 1947, the then landlord Kalicharan Ghosh left for India, leaving the temples, pond, adjacent house, and extensive agricultural land behind. The temples remained abandoned for 71 years until they were restored in 1420 of the Bengali calendar, and worship and rituals resumed.
To the north of the pond, a beautiful embankment has been constructed, and it's common to see many people spending leisurely afternoons there. On the 31st of Boishakh in 1422, the Department of Archaeology placed a signboard here. According to available information, Kalicharan Ghosh is aware of the current state of the temple.
Although I had knowledge about this temple, there were no immediate plans to visit it. I had the opportunity to be a guest at the residence of Kazi Sohel Ahmed, also known as 'Charan Bhromonik.' He showed me the temple during my motorcycle journey from Satkhira town.
সাতক্ষীরা শহর থেকে আনুমানিক ৭-৮ কিলোমিটার উত্তরে 'ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির' অবস্থিত। আজ থেকে ২০০ বছরের বেশি আগে ১২২০ সালের ১লা বৈশাখ মন্দির দুটি নির্মাণ করেছিলেন ফকিরচাঁদ ঘোষ। তিনি স্থানীয় জমিদার ছিলেন। মন্দিরের গায়ে নির্মাণ সনের উল্লেখ আছে। দুটি মন্দিরই বর্গাকৃতি। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১৫ ফুট ৯ ইঞ্চি।
মন্দির দুটির গায়ের টেরাকোটা বৈচিত্র্যময়। সাতক্ষীরা জেলার মধ্যে এখানের কাজ শ্রেষ্ঠ। ফুল, লতাপাতা, পরী, দেবদেবী, অশ্বারোহী, হস্তিরোহী প্রভৃতির কাজ রয়েছে। ভক্তবৃন্দের স্নান করার জন্য ১ একর ৩১ শতক জমিতে জমিদার বিশাল এক দিঘি খনন করেন। ১৯৪৭ সালে তৎকালীন জমিদার কালীচরণ ঘোষ মন্দির, দিঘি, তৎসংলগ্ন বাড়ি এবং বহু কৃষিজমি ফেলে ভারতে চলে যান। এরপর থেকে মন্দির দুটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। দীর্ঘ ৭১ বছর পর মন্দির সংস্কার করে ১৪২০ খ্রিস্টাব্দের ১৯ চৈত্র মন্দিরে পুনরায় পূজা-অর্চনা শুরু হয়। দিঘির উত্তর পাড়ে বর্তমানে শানবাঁধানো ঘাট তৈরি করা হয়েছে। বিকেলে সেখানে অনেককে অলস সময় কাটাতে দেখেছি। ১৪২২ সালে ৩১ বৈশাখ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে সাইনবোর্ড স্থাপন করে। তথ্যমতে কালীচরণ ঘোষের উত্তরসূরীগণ মন্দিরের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন।
এই মন্দির সম্পর্কে জানা থাকলেও খুব তাড়াতাড়ি যাওয়ার পরিকল্পনা ছিলো না। 'চারণ ভ্রামণিক' কাজী সোহেল আহমেদের বাড়িতে অতিথি হওয়ার সুযোগ হয়েছিলো। তাঁর মোটরসাইকেলে সাতক্ষীরা শহর যাওয়ার পথে তিনি আমাকে মন্দির ঘুরিয়ে দেখিয়েছিলেন।
My Facebook Link: www.fb.com/pritish.bd
Instagram Link: www.instagram.com/pritish.bd
Информация по комментариям в разработке