মধ্য রাতের সূর্য আলাস্কা | আদ্যোপান্ত | Alaska Land Of The Midnight Sun | Adyopanto

Описание к видео মধ্য রাতের সূর্য আলাস্কা | আদ্যোপান্ত | Alaska Land Of The Midnight Sun | Adyopanto

মোট ৫০টি স্টেইট বা অঙ্গরাজ্য মিলে গঠিত যুক্তরাষ্ট্রে আয়তনের বিচারে বৃহত্তম অঙ্গরাজ্যটির নাম আলাস্কা। প্রায় ৭ লাখ বর্গ মাইল আয়তনের আলাস্কা ১৯৫৯ সালের তেসরা জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যে পরিনত হয়। যুক্তরাষ্ট্রের অংশ হলেও আলাস্কা থেকে রাশিয়ার মূল ভূখণ্ডের দূরত্ব মাত্র ৫৫ মাইল বা ৮৮ কিলোমিটার। উনবিংশ শতকেও আলাস্কা এই রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণেই পরিচালিত হতো।

মূলত অষ্টাদশ শতকে এখানে উপনিবেশ স্থাপন করে রাশিয়া। এরপর উনবিংশ শতকের দ্বিতীয় অর্ধে ক্রাইমিয়া যুদ্ধের খরচ মেটাতে গিয়ে রুশ সাম্রাজ্যের কোষাগার প্রায় শূণ্যের কোঠায় চলে গিয়েছিল। ১৮৫৬ সালে সেই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজিত হবার পর রাজ কোষাগারকে চাঙা করে তুলতে আলাস্কা অঞ্চলটি বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেন রুশ সম্রাট দ্বিতীয় অ্যালেকজান্ডার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৮৬৭ সালে মাত্র ৭২ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে পুরো আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া।

৭২ লাখ ডলারের বিনিময়ে ১৫ লাখ বর্গ কিলোমিটার বা প্রায় ৬ লাখ বর্গ মাইল স্থলভাগের ওপর কর্তৃত্ব পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অর্থাত ১৮৬৭ সালে আলাস্কার প্রতি একর জমির জন্য মাত্র দুই সেন্ট করে খরচ করে ওয়াশিংটন। বর্তমান বাজারমূল্য অনুযায়ী আলাস্কার দাম পড়েছিল প্রায় এক কোটি ৩৫ লাখ ডলার। অর্থাত বর্তমান বাজারমূল্য অনুযায়ী আলাস্কার প্রতি একর জমি কিনতে যুক্তরাষ্ট্র সরকারের সাইত্রিশ সেন্ট করে খরচ করতে হয়েছিল। মজার ব্যাপার হলো, এই আলাস্কা থেকে বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানী তেল রপ্তানী করা হচ্ছে। সেই হিসেবে বলা যায় রাশিয়া তাদের স্বর্ণের ডিম পাড়া হাসটিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় বিনা মূল্যেই বিক্রি করে দিয়েছিল। আজ আপনাদের এই আলাস্কা সম্পর্কে বিস্তারিত জানাবো।

আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন মধ্য রাতের সূর্য নামে পরিচিত আলাস্কা সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке