ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর ফের ঝাঁকুনি হতে পারে। সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে প্রবেশ করবেন না।
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। এ কম্পন আগে থেকে আঁচ করা যায় না বলে তাৎক্ষণিকভাবে কী করবেন, তা বুঝে উঠতে পারেন না অনেকে।
ভূমিকম্প হলে সম্ভাব্য ক্ষতি কমাতে কী ধরনের ব্যবস্থা নেয়া যেতে পারে, তা জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। বাহিনীর পক্ষ থেকে ১২টি বিষয় উল্লেখ করা হয়েছে, যা তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের সামনে।
১. ভূকম্পন অনুভূত হলে শান্ত থাকুন। যদি ভবনের নিচ তলায় থাকেন, তাহলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসুন।
২. যদি ভবনের ওপর তলায় থাকেন, তাহলে কক্ষের নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৩. ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন। অতঃপর টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন এবং তা এমনভাবে ধরে থাকুন যেন মাথার ওপর থেকে সরে না যায়। এ ছাড়া শক্ত দরজার চৌকাঠের নিচে ও পিলারের পাশে আশ্রয় নিতে পারেন।
৪. উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেবেন না।
৫. ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর ফের ঝাঁকুনি হতে পারে। সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে প্রবেশ করবেন না।
৬. রান্নাঘরে থাকলে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। সম্ভব হলে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করুন।
৭. মোবাইল বা ফোন ব্যবহারের সুযোগ থাকলে উদ্ধারকারীদের আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে সহযোগিতা করুন।
৮. দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না।
৯. যদি কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীরা শুনতে না পায়, তাহলে বাঁশি বাজিয়ে অথবা হাতুড়ি বা শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন।
১০. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন।
১১. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
১২. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন এবং উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন।
What to do during an earthquake
After the first tremor of an earthquake, there may be aftershocks. So once outside, do not re-enter the building until it is safe to return.
Earthquakes occur regularly in different parts of the world. Many people cannot understand what to do immediately because this vibration cannot be predicted in advance.
What kind of measures can be taken to reduce possible damage in case of an earthquake, Bangladesh Fire Service has said. 12 issues have been mentioned on behalf of the army, which have been highlighted in front of the readers of Newsbangla.
1. Stay calm if you feel an earthquake. If on the ground floor of a building, get outside quickly.
2. If on the upper floor of the building, take shelter in a safe place in the room.
3. Cover your head with a pillow if you are in bed during an earthquake. Then take shelter under a table, desk or other sturdy piece of furniture and hold it so that it does not move overhead. Apart from this, you can take shelter under the strong door frame and next to the pillar.
4. Do not jump from windows, balconies or roofs of tall buildings.
5. After the first tremor of an earthquake, there may be aftershocks. So once outside, do not re-enter the building until it is safe to return.
6. If you are in the kitchen, get out as soon as possible. If possible, turn off the main switch of electricity and gas in the house.
7. If mobile or phone access is available, assist rescuers with accurate information about your location.
8. Do not use the elevator during an accident.
9. If trapped in a collapsed building and rescuers can't hear your calls, try to get rescuers' attention by blowing a whistle or pounding the wall or floor with a hammer or something hard.
10. Stay away from trees, tall buildings, power poles when outdoors.
11. If in a car, stop the car away from overbridges, flyovers, trees and electric poles. Stay inside the car until the shaking stops.
12. Don't try to move too much if you're trapped under a broken wall. Cover your face with a cloth and try to attract the attention of rescuers.
Информация по комментариям в разработке