আপনার দৈনন্দিন ব্যবসার আয়-ব্যয়, লাভ-ক্ষতি, পণ্যের মজুদের (স্টক ) হিসাব রাখুন একদম সহজে ।
আপনার ফ্যাশন হাউস, শাড়ির দোকান, জুতার দোকান, কসমেটিকের দোকান, ডিপার্টমেন্টাল শপ, ইলেকট্রনিক শপ, ইলেকট্রিক রিপেয়ার শপ, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, মোবাইল শপ অথবা যেকোন ধরনের খুচরা অথবা পাইকারী ব্যবসার হিসাব নিকাশকে সহজ করতে আপনাকে দিচ্ছি সম্পূর্ণ অনলাইন সফটওয়্যার |
Inventory Manage software in Bangladesh help you to manage your business smartly! This is best Inventory management software in dhaka bangladesh, Business Management software in bangladesh this the best point of sale software in bangladesh.
নতুন উদ্দ্যোগক্তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হল ব্যবসায়ের হিসেব সংরক্ষন। আপনি যত পরিশ্রম করেন না কেনো, হিসেব ঠিক না থাকলে সফলতা বেশ কঠিন হয়ে যায়। আর তাই আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠানের এ সফটওয়্যার দিয়ে যা যা করা যাবে তার কিছু বর্ণনা :
১.ব্যবসায় মুলধন বর্তমানে কত আছে।
২.কত টাকায় ব্যবসা আরম্ভ হয়েছিল।
৩.কত টাকার পণ্য কিনছেন।
৪. কত টাকার পণ্য স্টকে আছে।
৫.প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে।
৬.কত লাভ হচ্ছে দিনে,মাসে,বৎসরে।
৭.খরচ বাদে দৈনিক লাভ ,মাসিক,বাৎসরিক লাভ।
৮.কর্মচারীদের বেতন কত টাকা দিলেন।
৯.ব্যক্তিগত ভাবে কত টাকা খরচ করলেন।
১০.ক্রেতা কোন পণ্য কিনে তা ফেরৎ দিয়েছেন কিনা।
১১.ক্ষতির পরিমাণ কত অথবা ক্রয় পণ্য ফেরৎ হয়েছে কত ।
১২.মালিকের জন্য আলাদা হিশেব,লাভ লস শুধু মালিক জানতে পারবে,কর্মচারীরা শুধু বিক্রি করতে পারবে।
১৩.কর্মচারী পণ্যের প্রকৃত ক্রয় মূল্য দেখতে পারবে না।
১৪.ব্যবসার কোন পণ্য চুরি বা হারানোর কোন সম্ভাবনা নেই।
১৫.ক্রেতা পণ্য কেনার সাথে সাথে ভাউচার তৈরি হবে।এতে ব্যবসায় কোন প্রকার ক্যাশ মেমোর প্রয়োজন নাই।
১৬.এ সফটওয়্যারটি অটোমেটিক পদ্ধতিতে কাজ করে,শুধু ক্রেতার নাম ও পণ্যের নাম লিখলেই এটা নিজে থেকে সকল কাজ করে নিবে।
১৭.প্রতিনি কত টাকা আপ্যায়ন হিসেবে খরচ করছেন।
১৮.এটা ব্যবসার প্রতিটি পণ্যের হিসাব নিবে ফলে মালিকের ব্যবসা স্থলে সব সময় থাকার প্রয়োজন নাই।
১৯.এটা লাভ জনক পণ্যগুলি ব্যবসায় রাখার পরামর্শ দিবে।
২০.বাকীতে বিক্রিত পণ্যের তালিকা ও ক্রেতার নাম আলাদাভাবে প্রকাশ করবে।
২১.মাত্র একটি ক্লিকেই জানতে পারবেন,ব্যবসার আয়,উন্নতি,ক্ষতি,মুলধন,বা ব্যবসার অতীত।
২২.বার কোডের মাধ্যমে আপনি পণ্য বিক্রি করতে পারবেন।
২৩.স্বল্প খরচে আপনি পস প্রিন্টারে ক্যাম মেমো দিতে পারবেন।
২৪.এতে টাকা যোগ বিয়োগ বা ব্যবসায় ক্যালকুলেটর রাখার প্রয়োজন নাই।
২৫.এ সফ্টওয়্যার টি ব্যবহার করার জন্য তেমন শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই,সামান্য অক্ষর জ্ঞান থাকলেই হবে।
২৬.মালিক নিজ বাড়ীতে বসে ব্যবসা মনিটরিং করতে পারবে এবং এটি ব্যবসার মোবাইল ফোনে কনফিগারেশন থাকবে।
২৭. আপনার ব্যবসায় এর নতুন ফিচার যুক্ত করতে পারবেন
২৯.টাকা আদান প্রদানেরর ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার মধ্যে ভুল বশত: বেশী কম হওয়ার সম্ভাবনা নেই।
৩০.হিসাবের ঝামেলা নাই বলে এতে ঝামেলা মুক্ত থাকতে পারবেন।
৩১.এ সফটওয়্যার দিয়ে ২৩ রকমের হিসাবের আউটপুট দেয়া যাবে।
৩২.ফুকাসিং মিশিন পণ্যের উপর ধরলেই সকল প্রকার বিক্রি ও হিসাব নিকাশ অটোমেটিক্যাললি হয়ে যাবে।
৩৩. কাস্টমারের জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট প্রাইস করতে পারবেন।
৩৪.এ সফটওয়্যার দিয়ে একটি ব্যবসার পাশাপাশি ৫ থেকে ১৫ টি ব্যবসার হিসাব পরিচালনা করা যাবে।
৩৬.সফটওয়্যারটি খবুই নিরাপদ,বিভিন্ন প্রকার এডমিন বা ইউজার তৈরি করা যায় বলে মোট মূলধন বা লাভ লসের হিসাব আসল মালিক ছাড়া পৃথিবীর কোন লোকের দ্বারা বেরকরা সম্ভব না ।
৩৭.কাগজ পত্রের হিসেবে বিভিন্ন প্রকার ভুল হতে পারে বা এটি অনেকে দেখে ফেলতে পারে,এই সফটওয়্যারের মাধ্যমে হিসাব করলে কেউ দেখা ত দুরের কথা –একটি টাকাও হারানোবা চুরি, হওয়ার কোন সম্ভাবনা নাই।
৩৮.গ্রাহক বা কর্মচারী ট্রেকিং নাম্বার থাকাই কোন গ্রাহক বা কর্মচারী প্রতারণা করতে পারবেনা।
39.কোন সরবরাহ কারীর কাছ থেকে কত টাকার মাল কিনেছেন,এ পর্যন্ত কত টাকার মাল বিক্রি হয়েছে ,কত টাকা লাভ হয়েছে তা জানতে পারবেন।
40.একজন কাষ্টমারের কাছে কত টাকার মাল এ পর্যন্ত বিক্রি করেছেন,তার কাছ থেকে কত টাকা লাভ করেছেন দিন মাস বৎসর অনুসারে তা জানতে পারবেন।
44.পণ্যে বাজার মূল্য সময়ে সময়ে কমবেশী হলে তার জন্য বিশেষ অপশান আছে।
45.আপনার ষ্টকে যত টাকার মাল আছে তা যদি আপনি বিক্রি করেন তাহলে কত টাকা হবে তা জানতে পারবেন।
সম্পূর্ণ cloud-based সফটওয়্যার তাই কোন ধরনের ডাটা নষ্ট হওয়ার কোন চান্স যেকোন সময় যেকোন জায়গা থেকে ব্যবহার করতে পারবেন, মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ সহ সব ডিভাইসে ব্যবহার উপযোগী।
আপনি শুধু মাল কেনার সময় এট্রি দিবেন এবং মাল বিক্রি করার সময় ওয়ান ক্লিক এনটার চাপবেন-এ দুইটা কাজই করবেন বাকী সব কাজ সফটওয়্যার অটোমেটিক্যাললি করে দিবে।অর্থাৎ ১০ জন লোক ১৫ দিনে যে কাজ করবে এ সফটওয়্যার মাত্র ১ দিনে সে কাজ করে দিবে।হিসেব সঠিক ভাবে সংরক্ষনের জন্য আমরা খুব সল্প মুল্যে আপনাদের জন্য প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কাস্টমারাইজ সফটওয়্যার প্রভাইড করে থাকি
Contact Us for any support:
Facebook Page: / diginextit
Facebook Group: / diginextit
Website: www.diginextit.com
Twitter: / diginext_it
E-mail: [email protected]
Mobile No: +8801710182176
Our WhatsApp Support: 01710182176
Информация по комментариям в разработке