Kaaktaal Raw || Volume 01

Описание к видео Kaaktaal Raw || Volume 01

Volume 01 Songs:

0:00 - Chotto Chele
3:55 - Kichu Aj Korar Nei
7:04 - United we stand
9:58 - Lasher Ghore Nirghum
14:17 - Mongora
18:02 - Kotobar
21:51 - Eid Mubarak
24:49 - Jabar Belay
29:32 - Healing
33:53 - Moner Kotha
37:15 - Greatest Hits


জীবনের যাত্রাপথে সারাক্ষণ কত ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, থাকে কত গল্প। অন্যকথায় জোড়াতালি মেরে এই গল্পগুলো নিয়েই জীবন। আমরা খুঁজি না খুব একটা, ভেসে যাওয়া গল্পের ঝাঁকে মাঝে মধ্যে এলোপাথাড়ি হাত চালালে ধরা পড়ে কিছু শব্দ, কিছু সুর। সেগুলোকে সুতোয় বেঁধে মালা গাথি। কেউ শুধু সুতো পড়ায়, কেউ একটু রং ঢালে, কেউ হয়ত কিছু পাতা বা রঙিন কাগজ জুড়ে দেয়। এটাই আমাদের কাকতালীয় ভাবে তৈরি হওয়া গানের মালা। অনেক কিছু জুড়ে খুব সুন্দর হতে হবে এমন কোন কথা নেই। মালা গাঁথতেই যে বেশি ভালো লাগে গলায় পরার চেয়ে! কেউ পরলে সেটা বোনাস। তাই আমরা সুরু থেকেই গানটাকে ভালবাসি, বাড়তে দেই, নিজের মত চলতে দেই। শেষে এ্যালবামের পাতা উলটিয়ে তার বড় হয়ে ওঠা দেখতেও ভালবাসি খুব। ঠিক যেমন গল্পগুলো উড়তে উড়তে অনেকের জীবন ছুয়ে যায়, একই গল্প অনেকের অনেক আপন হয়ে যায়, আমরা মনে করি এই গানগুলোর জীবন যাত্রা, বেড়ে ওঠা, প্রস্ফুটিত হওয়া অন্যদেরও আপন হয়ে উঠতে পারে। এই যে প্রতিদিন একটা একটা করে গান আপলোড দেয়া হচ্ছে, এদের মাত্র জন্ম হয়েছে। ১৩ টি গান । ১১ টি নাম্বার দেয়া, বাকি দুটি আগের, গোলকধাঁধা এবং ঘরছাড়া (আজিমপুর)। এদের পুরো জীবন সামনে পড়ে আছে। অনেকে জিজ্ঞেস করে, আপনারা কোন ধরনের শ্রোতার জন্য গান বানান? উত্তর থাকে না। আমরা তো নিজেদের জন্য বানাই। প্রতিটি গান আমাদের অগণিত স্মৃতির মধ্যে অন্যতম। আমাদের জীবনের যাপিত সময়ের Greatest Hits Discography। নিশ্চিন্তে সামনে আগানোর জন্য এর থেকে ভালো উপায় জানা নেই। মুখিয়ে থাকি চলার জন্য, সামনে আরও কত hit আপেক্ষা করছে কে জানে!
এখন আমাদের সাথে দেখছি আরও অনেকের গল্প লুকিয়ে আছে এসব গানে। নিজেদের গল্প খুঁজে পেলে অবশ্যই জানাবেন। “দুঃখ ভাগ করলে কমে আর সুখ ভাগ করলে বাড়ে”- জানেন তো? সাথে থাকবেন এবং সবাই খুব ভালো থাকবেন।
  / kaaktaalaia  
Instagram/Kaaktaal

Комментарии

Информация по комментариям в разработке