হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্য প্রাচীন ঢোপকল।Traditional dhopkols of rajshahi@ToTheFocus
ঢোপকল রাজশাহী শহরের প্রাচীন ঐতিহ্য। এ ঢোপকলের সঙ্গে রাজশাহীর সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জড়িত। মহারাণী হেমন্ত কুমারীর প্রচেষ্টা ও অনুদানে ১৯৩৭ খ্রীষ্টাব্দে রাজশাহী বাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে পানি সরবরাহ প্রকল্প মহারাণী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস নির্মিত হয় যার অন্যতম নিদর্শন রাজশাহী শহরে অবস্থিত এই ঢোপকলসমূহ।রায় ডিএন দাশগুপ্ত রাজশাহী পৌরসভার চেয়ারম্যান থাকাকালে রাজশাহী অ্যাসোসিয়েশনের সহযোগিতায় নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেন। সিদ্ধান্ত নেয়া হয় রাস্তার মোড়ে মোড়ে পানির কল স্থাপন করা হবে। ১৯৩৭ সালের অগাষ্ট মাসের কোন একটি দিনে মিনিষ্ট্রি অব ক্যালকাটার অধীনে রাজশাহী ওয়াটার ওয়াকর্স নামে পানি সরবরাহ ও বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করা হয়। এবং ব্যয় করা হয় প্রায় আড়াই লক্ষাধিক টাকা। এই কাজে নগরীর নামকরা ধনী লোকেদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়। সেই সূত্র ধরেই মহারাণী হেমন্তকুমারী নিজেই দান করেন প্রায় ৬৫ হাজার টাকা। বিশাল অঙ্কের একক অনুদানের কারণে রাজশাহী জেলা বোর্ডের দান করা জমিতে মহারানী হেমন্ত কুমারীর নামেই ওয়াটার ওয়ার্কস স্থাপিত হয়। কালক্রমে তার নাম হেমন্তকুমারী ঢোপকল নামেই পরিচিত হতে থাকে।
--------------------------
history, heritage, ঢোপকল, nature, culture, ইতিহাস, রাজশাহীর ঐতিহ্য, ঐতিহ্য, Rajshahi, আলো ঝলমলে নগরী, Green and clean city, Culture, রজশাহী, পরিস্কার শহর, History, Nature, রাজশাহী সিটি কর্পোরেশন, শিক্ষা নগর, পদ্মার পার, রাজশাহী বিভাগ, সুন্দর পরিচ্ছন্ন, আলোকিত, সু্ন্দর শহর, সিটি কর্পোরেশন, green city, clean city, beautiful city, সুন্দর বাতাস, Rajshahi University, somoy tv, jamuna tv, Padma, পদ্মা নদী,dhopkol, dhopkal, rajshahir dhopkol, dhop kall, rajshahi, traditional dhopkol, documentary on rajshahi, hemonto kumary, rajshahi water supply, rajshahi wasa, রাজশাহী, রাজশাহীর ইতিহাস, salahuddin sumon, ঢোপকল, রাজশাহী ওয়াসা, হেমন্ত কুমারী, রাজশাহীর পানি সরবরাহ, ভেঙ্গে ফেলা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল, রাজশাহীর তথ্যচিত্র, রাজশাহী শহর, ঐতিহ্যবাহী রাজশাহীর ঢোপকল, hemanta kumari,traditional dhopkol, dhopkal, rajshahi water supply, ঢোপকল, রাজশাহীর ঢোপকল, hemonto kumary,রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল, ঐতিহ্যবাহী ঢোপকল, Traditional Dhopkols, Traditional Dhopkols of Rajshahi, ঢোপকল, পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী,পরিচ্ছন্ন নগরী রাজশাহী, রাজশাহী অঞ্চলে ঢোপকল, ঢোপকল সংরক্ষণ, মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস, Dhopkol, Dhopkols of Rajshahi, প্রাচীন ঐতিহ্য রাজশাহীর ঢোপকল, অদ্ভুত আশ্চর্য রাজশাহীর ঢোপকল, রাজশাহীর ইতিহাস, বিলুপ্তির পথে রাজশাহীর ঢোপকল, হারিয়ে যাচ্ছে ঢোপকল, ধ্বংসের পথে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল@ToTheFocus
---------------------------
#Traditionaldhopkols
#Dohopkolsrajshahi
#Historyofdhopkols
#অস্তিত্বসংকটেরাজশাহীরঐতিহ্যবাহীঢোপকল
#রাজশাহীরঢোপকলেরইতিহাস
#History
#heritage
#Culture
#Heritage
Информация по комментариям в разработке