Kushtia To Mini Cox's Bazar Tour || পদ্মা ও গড়াই মোহনা কুষ্টিয়া | || Vlog 4 || Tafsir Rayan

Описание к видео Kushtia To Mini Cox's Bazar Tour || পদ্মা ও গড়াই মোহনা কুষ্টিয়া | || Vlog 4 || Tafsir Rayan

Kushtia To Mini Cox's Bazar Tour || পদ্মা ও গড়াই মোহনা কুষ্টিয়া | || Vlog 4 || Tafsir Rayan
কুষ্টিয়া শহর থেকে তিন-চার কিলোমিটার দূরে হরিপুর ব্রিজ। ব্রিজ থেকে দুই পাশে গড়াই নদের উপচেপড়া সৌন্দর্য দেখতে দেখতে হাট হরিপুর পৌঁছে গেলাম। বাঁধ ধরে হেঁটে হেঁটে চলে গেলাম একেবারে পদ্মার সংযোগস্থানে। এখানে গড়াই ও পদ্মা নদীর যুগলবন্দি।গড়াই এসে মিশেছে পদ্মার সঙ্গে। ভারত থেকে গঙ্গা রাজশাহীতে ঢুকেছে। তারপর পদ্মা হয়ে মিলিত হয়েছে মেঘনায়। গড়াই এখানে মিলিত হওয়ায় তিনটি নদীপথ। পদ্মার একদিকে কলকাতা, অন্যদিকে বাংলাদেশ। কুষ্টিয়ার এখান থেকে গোয়ালন্দ। গড়াই গেছে শিলাইদহ হয়ে রাজবাড়ীতে। ফলে অপরূপ এক মোহনা সৃষ্টি হয়েছে কুষ্টিয়া শহরের কাছে, হরিপুরে। নয়নাভিরাম এই স্থানকে স্থানীয়রা বলেন ত্রিমোহনা। সূর্যাস্ত ও সূর্যোদয়ে এক মনোরম আবেশ সৃষ্টি হয় এখানে। বিকেলে সময় কাটাতে কুষ্টিয়া শহরসহ অন্যান্য এলাকার ভ্রমণপিপাসুরা ছুটে আসেন প্রতিদিন। বিস্তীর্ণ জলরাশির গড়াই-পদ্মার এই মোহনাকে সাগর বলে আপনার কাছে ভুল হতে পারে। কিভাবে যাবেন

দেশের যেকোনো প্রান্ত থেকে কুষ্টিয়ার মজমপুর। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে পোড়াদহ বা ভেড়ামারা নামতে হবে। এরপর অটো কিংবা লোকাল বাসে কুষ্টিয়া। রাজশাহী বা খুলনার কিছু ট্রেন কুষ্টিয়ায়ও আসে। রাজবাড়ী বা গোপালগঞ্জ থেকে ট্রেনে কুষ্টিয়া কোর্ট স্টেশন। কুষ্টিয়া শহর থেকেই অটোতে তিন-চার কি.মি. দূরে হরিপুর ব্রিজ।
পানির কলকল শব্দে চারিদিকে এক অন্য জগৎ। নির্মল বিশুদ্ধ খোলামেলা বাতাস। অথৈ জলরাশি থেকে পাশ বেয়ে বয়ে চলেছে গড়াই নদী। বাংলার এক অপরুপ সৌন্দর্য খুব সহজেই উপভোগ করার মতো। এই যেনো এক সাগর কন্যা গরীবের কক্সবাজার। অল্প সময়ে স্বল্প খরচে এক অপরুপ সৌন্দর্যের লীলা ভূমি। হ্যাঁ বলতে ছিলাম। কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী হাটশ হরিপুর ইউনিয়নের পদ্মা গড়াই মোহনা। বহু কালের সাক্ষী নদী বেষ্টিত শান্তি প্রিয় এই জনপদের কথা। শহরের যান্ত্রিক জীবনের কোলাহল থেকে কিছুটা সময় পরিবারের সকলকে নিয়ে মুক্ত বাতাস আর অপরুপ সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে এখানে। সাপ্তাহিক ছুটি কিংবা ছুটির দিন পড়ন্ত বিকালের গোধূলি লগ্নে অপরুপ সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভীড় দেখার মতো। দূর দূরান্ত থেকে ছুটে আসা সকল বয়সী মানুষদের পদচারণায় মূখরিত হয় পদ্মা গড়াইয়ের মোহনা। এমন সৌন্দর্য দেখতে আসায় আমাদের হরিপুরের সুনাম আরো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। কোমলমতি শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষদের সুস্থ বিনোদনের একমাত্র জায়গা পদ্মা গড়াইয়ের মোহনা।



থাকা ও খাওয়া : থাকা ও খাওয়ার জন্য কুষ্টিয়া শহরে জায়গার অভাব নেই। বাজেটের মধ্যেই বিভিন্ন দাম ও মানের আবাসিক ও খাবার হোটেল পাবেন।

Комментарии

Информация по комментариям в разработке