ভিয়েতনামি খাটো জাতের নারিকেল- কক্সবাজার- যতনে রতন মেলে

Описание к видео ভিয়েতনামি খাটো জাতের নারিকেল- কক্সবাজার- যতনে রতন মেলে

ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছ যা ৩ বছরের মাথাতেই ফল ধারণে সক্ষম একটা নারিকেলের জাত। যেহেতু এই জাতটা সরকারিভাবে আমাদের দেশে নিয়ে আসা হয়েছিল সেহেতু অনেক নার্সারী ব্যবসায়ীরা এই নারিকেল জাত নিয়ে ব্যপক অপপ্রচার চালায়। এরা কাটিমন আম নিয়েও ব্যপক অপপ্রচার চালিয়েছিল। শুধু নার্সারী ব্যবসায়ী না এই চক্রে রয়েছে পেইড কিছু নামধারী সাংবাদিক, নামধারী কৃষি উদ্যোক্তা সহ প্রচার প্রিয় কৃষিবিদও। প্রমাণ সহ তাদের পরিচয়ও একসময় প্রকাশ করা হবে।
ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছ আমাদের দেশে না হওয়ার কোন বৈজ্ঞানিক কারণ নেই ...।। নারিকেল গাছ যদি আমাদের দেশে না হতো তাহলে একটা কথা ছিল...যেমন আপেল হওয়ার মত আবহাওয়া আমাদের দেশে নেই।
এটা সত্য যে অনেক খাটো জাতের নারিকেলের বাগান রয়েছে যেগুলোতে আসলে প্রত্যাশিত ফল আসেনি। যাদের নারিকেল গাছে ফল ধরেনি বা ফল থাকছেনা তাদের ক্ষেত্রে হয় তাঁরা সঠিকভাবে যত্ন করতে পারছেননা অথবা ভিয়েতনামি বলে অন্য চারা কিনে প্রতারিত হয়েছেন। অনেকেই আছেন গাছ লাগানোর পরে কোন যত্নই করেনি আবার কেউ কেউ অধিক যত্ন করতে যেয়ে উল্টা পাল্টা বেশী বেশী সার দিয়ে গাছ নষ্ট করে ফেলেছে।
একটা প্রশ্ন মনে আসতেই পারে আমরা কেন বারেবার এই নারিকেলের ভিডিও করি ...।এর উত্তর হচ্ছে আমরা চাই যারা ইতোমধ্যে এই গাছ লাগিয়েছেন তাঁরা যত্নের মাধ্যমে গাছকে ফলবতী করুন। গাছকে দোষ না দিয়ে সঠিকভাবে তাকে খাবার ও পানি দিন, যত্নে রাখুন। ডাব খুব গুরুত্বপূর্ণ একটা ফল। ডেংগু সহ বিভিন্ন রোগের পথ্য হিসেবেও ডাব প্রয়োজন। আর ডাবের দাম দিন দিন বেড়েই চলেছে।
তাই মূর্খদের অপপ্রচারে কান না দিয়ে গাছের যত্ন নিন।
কৃষিই সমৃদ্ধি ।

Комментарии

Информация по комментариям в разработке