#humanhumanity1752 #phoneaddict
Smartphones are essentially bale and benediction for humanity.
Smartphones, while offering numerous benefits, can have negative impacts on physical and mental health, including eye strain, sleep disturbances, neck and back pain, and potential mental health challenges like anxiety and depression. Excessive use can also lead to social isolation, decreased physical activity, and impaired cognitive function.
In today’s world, Smartphones are the most popular consumer electronics device, with around 4.5 billion in use last year, according to Deloitte. Meanwhile, smartphone makers continue to churn out new versions of their products every year, and we keep buying more.
It's natural to wonder, then, what kind of environmental impact all these smartphones are having on the world. How much is the device in your pocket contributing to global emissions? What about the damage it may do to the environment before or after it's in your possession?
One thing is clear, however: The production of a new smartphone has a far greater environmental impact than actually using one. So for consumers concerned about their own impact on the environment, the greenest move they can make is to hold off on buying a new device for as long as possible.
"There are lots of steps in the manufacturing process which are quite energy intensive," says, Deloitte's global head of research for tech, media and telecoms. "So by the time the phone arrives in a box, in the consumer's hands, the vast majority of the lifetime emissions of that device would have been emitted."
স্মার্ট ফোন আমাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ। স্মার্ট ফোন একদিকে যেমন আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনকে নানাভাবে সহজ এবং আনন্দদায়ক করে তোলে তেমনি ভাবে স্মার্ট ফোনের অতিরিক্ত এবং অপব্যবহার আমাদের জীবনে নানা সমস্যা ডেকে আনে। তাছাড়া, স্মার্ট ফোন তৈরি এবং ব্যবহারের ফলে যে carbon নির্গত হয় তা আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং পরিবেশ দূষণ করে।
স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের মুল্যবান সময় নষ্ট করে এবং স্মার্ট ফোনের বিভিন্ন apps সব বয়সী মানুষের মনে আসক্তি সৃষ্টি করে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে। এছাড়া, আমাদের জানা দরকার যে, একটি বিষয় খুব পরিষ্কার যে, একটি স্মার্ট ফোন তৈরি করতে যে পরিমাণ পরিবেশ দূষণ হয় সে তুলনায় ব্যবহার করা কালীন তার থেকে অনেক কম দূষণ হয়। অতএব, ব্যবহারকারী হিসেবে পরিবেশ দূষণ কমানোর পদক্ষেপ হিসেবে নতুন একটি সেল ফোন না কিনে পুরনোটি যত দিন সম্ভব ব্যবহার করা দরকার।
Deloitte's global research for tech, media and telecoms এর প্রধান, Paul Lee বলেন,
-একটি স্মার্ট ফোন তৈরি করতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, যে গুলো খুব energy intensive তাই, বক্স বন্দি হয়ে একটি ফোন ভোক্তাদের হাতে পৌঁছানোর আগেই ফোনটি তার জীবদ্দশায় যত পরিমাণ emission করে তার সিংহ ভাগ emission করা হয়ে যায়।
পৃথিবীর সকল ভোগ্যপণ্যের মধ্যে স্মার্ট ফোন সবথেকে জনপ্রিয়, গত বছর প্রায় ৪.৫ বিলিয়ন সেল ফোন ব্যবহার করা হয়। একদিকে ফোন কোম্পানি গুলো নতুন নতুন ভারসানের ফোন তৈরি করে চলেছে অন্যদিকে আমরাও নতুন নতুন মডেলের ফোন ক্রয় করেই চলেছি।
কিন্তু আমাদের জানা দরকার-
• পরিবেশের উপর স্মার্ট ফোনের ক্ষতকারক প্রভাব কি?
• আপনার পকেটের স্মার্ট ফোনটি global emission এ কতটুকু ভুমিকা রাখছে?
• ফ্যাক্টরি থেকে বের হয়ে আপনার হাতে আসার আগে এই ফোনটি পরিবেশের কি পরিমাণ ক্ষতি করছে?
আপনার হাতে ধরা স্মার্ট ফোনটি, সেটি আপনার এত কাজে লাগছে, যেটি আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনকে অধিকতর অর্থবহ করে তুলছে, সে ফোনটি প্রতিবার ব্যবহারের সময় ফোনটির দিকে তাকিয়ে সে সেটের পিছনের অদেখা কাহিনী এবং এর মাধ্যমে নির্গত CO2 আপনার স্বাস্থ্য এবং পরিবেশের উপর যে ক্ষতিকারক প্রভাব ফেলছে সে ভাবনাটি যদি আপনার মনে কোনায় যেন একটুও হলেও উঁকি দেয়, সে উদ্দেশ্য সামনে নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে।
Информация по комментариям в разработке