কৃপণ কারুনের করুন কাহিনী ও পরিচয়। কারুন, মুসা নবীর কী হতেন? Learning truth নামক একটি চমতকার ভিডিও দেখবো। যেখানে আপনি কারুন ও মুসা আ. সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
কারুনের ধ্বংস,কুরআনে বর্ণিত কারুনের ইতিহাস।
কারুন! কোথাকার কারুন? যে নাকি পৃথিবীর সবথেকে ধনী ব্যাক্তি? আসলেই কি তাই? নাকি নিছক মিথ্যে উপকথা মাত্র।
আর যদি সত্যেই হয়, তাহলে, তার সম্পদের পরিমাণ কত ছিল?
বর্তমানে সর্বোচ্চ ধনী বিলগেস্টের সম্পদের সাথে যদি তুলনা করা হয় তাহলে কারুনের সম্পদের পরিমাণ কত ছিল?
নাকি কারুন একজন কুখ্যাত কৃপন ব্যাক্তি ছিলেন?
আবার এটাও জানা যায় সে নাকি নবুয়্যতের দাবিদার ছিল?
হযরত মুসা আ. কার কাছ থেকে যাকাত চাইল?
কি শর্তে কারুন যাকাত দিতে রাজি হলো?
এরকম আরো আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে Learning truth এর সাথেই থাকুন।
আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি তাকে (কারুন) ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তির থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না।’ (সুরা কাসাস, আয়াত : ৮১)
কারুন কে ছিলেন? তার পরিচয় কি?
কারুন ছিল পুরো পৃথিবীর সর্বসেরা একমাত্র ধনী। ইসলামী ইতিহাস থেকে জানা যায়, মিশরের বনী ইসরাঈল জাতির মধ্যে কাসাস নামধারী একজন লোক ছিল। তাঁর ছিল দুই ছেলে, একজনের নাম বাশার এবং অপর ছেলের নাম ইমরান।
ইমরানের ছিল আবার দুই পুত্র। এক পুত্রের নাম মুসা আ. এবং অপর জনের নাম হারুন আ।
আর অপরদিকে বাশারের ছিল মাত্র এক ছেলে, তার নাম কারুন। অর্থাৎ কারুন ছিল হজরত মুসা আ এর আপন চাচাত ভাই।
কারুনের আবাসভূমি কোথায়?
কুরআনে ‘কারুন ও তার নিবাস’ বলতে কারুনের আবাসভূমি ও শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু ওই স্থান এখন কোথায়, যেখানে আল্লাহ কারুনকে তার সম্পদসহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন? কোনো কোনো তাফসিরকার ঘটনাটিকে মুসা আ. ও বনি ইসরাঈলের মিসর ত্যাগের পরবর্তী ‘তিহ’ এলাকায় সংঘঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন। কেউ কেউ ঘটনাটি ইরাকের নিনওয়া অঞ্চলে ঘটে থাকবে বলে মত প্রকাশ করেছেন।
কারুনের কি পরিমান সম্পদ ছিল?
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত; কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল।আমি তাকে এমন ধন-ভান্ডার দান করেছিলাম, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল।’ (সুরা কাসাস, আয়াত : ৭৬
আল্লাহ পাক কারুনকে কত যে ধনরত্ন আর সম্পদ দান করেছিলেন, তার হিসেব নেই। শুধু একথা জানা গেল, তার ধন-দৌলত রাখবার এতো ঘর আর সিন্দুক ছিল যে, চল্লিশটি উট লাগত সেসব ঘরের চাবি বহন করতে। এ থেকেই অনুমান করা যায় যে, তার ধন-সম্পদের পরিমান কত হতে পারে। এত বিশাল সম্পত্তি পাওয়ার পরও কিন্তু কারুন এতই কৃপণ ছিল যে, সমস্ত ধন-সম্পদ সে কেবল তার তোষাখানায় জমা রাখতো। ভূলেও কোনদিন তার একটি পয়সাও সৎ কাজে ব্যয় করত না। ফকির-মিসকিনদের দান খয়রাত করতো না। আল্লাহ তা'আলার দেয়া অগণিত ধন-সম্পদের মালিক হয়ে কারুন আল্লাহকে ভুলে গিয়ে ছিল।
কৃপণ কারুন,কারুন কে,কারুনের সম্পদ,কারুনের সম্পদ কত,কারুন ও মুসা,কারুনের ধ্বংস,কারুনের পরিচয়,learning truth,কারুনের জাগতিক প্রজ্ঞা,কারুনের সম্পদের পরিমাণ,কারুনের আবাসভূমি,কারুনের বিশ্বাসঘাতকতা,কারুন হ্রদ,islamic video,egyptian myth,egypt,history of egypt,মিশর ভ্রমন,কায়রো,কায়রো মিউজিয়াম,কারুনের বাড়ি,কারুনের কাহিনী,মুসা নবীর জীবনী,কৃপনতার পরিণাম,যাকাত,zakat,মিশরের পিরামিড,ancient egypt,কারুন যেভাবে ধ্বংস ডেকে আনে,কারুনের নিমজ্জিত প্রাসাদ,karun,Qarun,Karun lack,miser karun,কারুনের ইতিহাস,কারুনের ঘটনা,কারুন ও মুসার ঘটনা
Информация по комментариям в разработке