মা-বাবার ভরণপোষণ সম্পর্কে আইনে কী আছে? বাবা-মা'র ভরণপোষণ বিষয়ে আইন কী বলে?

Описание к видео মা-বাবার ভরণপোষণ সম্পর্কে আইনে কী আছে? বাবা-মা'র ভরণপোষণ বিষয়ে আইন কী বলে?

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে :
1. মা-বাবার ভরণপোষণ সম্পর্কে আইনে কী আছে?
2. বাবা-মা'র ভরণপোষণ বিষয়ে আইন কী বলে?
3. পিতা-মাতার ভরণ-পোষণ এবং ভরণ-পোষণ না দেয়ার শাস্তি?
4. পিতামাতার ভরণপোষণ না দিলে সন্তানের কি শাস্তি হবে ?
5. পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩।

#বাংলাদেশেরআইনকানুন #bangladeshainkanun #LawOfBangladesh #bdlaws #AsrafulFaruque


আজকের এই ভিডিওতে আমরা পিতা-মাতার ভরণ-পোষণ সম্পর্কে আইনে কি বলা হয়েছে, তা নিয়ে আলোচনা করব।

আসলে সন্তান জন্ম দান ও লালন-পালন কারী পিতা-মাতা বৃদ্ধ বয়সে যাতে সন্তান কর্তৃক অবহেলা ও বঞ্চনার শিকার না হন সে জন্য পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে।
উক্ত আইন অনুযায়ী,
সন্তান বলতে পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেওয়া সক্ষম ও সামর্থ্যবান পুত্র বা কন্যাকে বুঝানো হয়েছে। তাই পিতা-মাতার ভরণপোষণ একক ভাবে শুধু পুত্রের উপর নয়, কন্যাকেও তার দায়িত্ব পালন করতে হবে।
এ আইনে
“ভরণ-পোষণ” অর্থ খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদান কে বুঝানো হয়েছে ।
তো আসুন এখন জেনে নেই পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ অনুযায়ী কোন কোন কাজগুলো করতে সন্তান বা সন্তানগণ বাধ্য থাকবেন-
• প্রত্যেক সন্তানকে তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে।
• কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সেইক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করবে।
• পিতা-মাতাকে একইসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।
• কোন সন্তান তার পিতা-মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে, কোন বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করবে না।
• প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখবে, এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে।
• পিতা বা মাতা কিংবা উভয়ে, সন্তান হতে পৃথকভাবে বসবাস করলে, প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাত করতে হবে এবং সন্তানদের মাসিক আয় বা বাৎসরিক আয় হতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা-মাতাকে ভরণ-পোষণ বাবদ নিয়মিত প্রদান করতে হবে।
• এছাড়া প্রত্যেক সন্তান তাহার পিতার অবর্তমানে দাদা-দাদীকে এবং মাতার অবর্তমানে নানা-নানীকে ভরণ-পোষণ প্রদানে বাধ্য থাকিবে
তো আসুন এখন জেনে নেই কোন সন্তান বা সন্তানগণ পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ লংঘন করলে তাদের জন্য কি কি শাস্তির বিধান রয়েছে-
পিতা-মাতার ভরণ-পোষণ না করার দণ্ডঃ
কোন সন্তান এসকল বিধান লংঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য তিনি
অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন; বা
উক্ত অর্থদণ্ড অনাদায়ে ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া কোন পুত্র-বধূ বা মেয়ের জামাই অথবা অন্য কোন নিকট আত্মীয় যদি উক্ত ভরণ-পোষণ প্রদানে বাধা দেন বা অসহযোগিতা করেন তাহলে তাকেও অপরাধী হিসেবে চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে।
তাই বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস


Hi there, I am Md. Asraful Faruque Chowdhury and I am a law student. I am 22 years old and I am in my fourth year of my bachelor's. I usually make videos regarding laws of Bangladesh.
I have created this channel ( Asraful Faruque ) for providing some good and sensible videos on every current and burning issues regarding Law & Awareness except RELIGIOUS or POLITICAL.

If your new in this channel, please consider subscribing.

... If you're interested in checking out my other social media, I am also active on Instagram, Facebook, and Twitter (@asrafulfaruque) where I share more of my day-to-day life.

Make sure to let me know if you have any particular video requests.

Комментарии

Информация по комментариям в разработке