বিএনপির বিােভ মিছিল ও সমাবেশে আলী আজমের নেতৃত্বে ব্যতিক্রমী মিছিলটি নজর কেড়েছে নেতাকর্মীদের ***
জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে আজ সকালে পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশটিকে সফল ও সার্থক করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এর মধ্যে নবীনগর পৌর যুবদলের আহবায়ক মো. আলী আজমের নেতৃত্ব শত শত কর্মী-সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি সকলের নজর কারে।
নবীনগর বড় বাজার এলাকা হতে আলী আজমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর বাস স্ট্যান্ডে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণ করেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রার্থী মো. শাহীন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. বাতেন, ২নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. হানিফ, ৩নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহিন, ৪নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মো. এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুব খন্দকার, ৭নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মো. শামীম আহম্মেদ। এছাড়াও মিছিলে অন্যান্যের মাঝে অংশগ্রহণ করেন, আলাউদ্দিন, শাওন, সজল, রাব্বি, খাইরুল, আরমান, আতিকুল, সাইমন, ইমরানসহ আরো অনেকে।
পরে পৌর এলাকার বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস।
জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফুরকানুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সভাপতি মফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাইনুউদ্দিন মাইনু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মুঞ্জু, হাবিবুর রহমান খায়ের, আবু ছায়েদ, হাজী সাহাবুদ্দিন, প্রফেসর সিরাজুল ইসলাম, জিয়াউল হক মুকুল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাএদলের সভাপতি ফুজায়েল চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন হৃদয়, মহিলা নেএী সালেহা বেগমসহ জেলা ও উপজেলা বিএনপিা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Информация по комментариям в разработке