উহুদের যুদ্ধে হানজালা ( রাঃ)-এর শহীদ হওয়ার ঘটনা | মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ bangla waz
ওহুদ পাহাড় দ্বি-খন্ডিত হয়ে আশ্রয় দিয়েছিলো
নবীজিকে || Battle of Uhud
উহুদের যুদ্ধে হানজালা (রাঃ)-এর শহীদ হওয়ার ঘটনা,হানজালা (রাঃ)-এর উহুদের যুদ্ধে শহীদ হওয়ার ঘটনা,উহুদের যুদ্ধের ঘটনা,উহুদের যুদ্ধ,উহুদের যুদ্ধে হানজালা (রাঃ)-এর,বাসর রাতে ঊহুদের যুদ্ধে শহীদ সাহাবী হানজালা রাঃ,উহুদের যুদ্ধের,উহুদের যুদ্ধে হানজালা (রাঃ)এর শহীদ হওয়ার ঘটনা,উহুদের যুদ্ধে হানজালা (রাঃ) এর শহীদ হওয়ার ঘটনা,উহুদের যুদ্ধে হানজালা (রাঃ)- এর শহীদ হওয়ার ঘটনা,হুদের যুদ্ধে হানজালা (রাঃ)-এর শহীদ হওয়ার ঘটনা,উহুদের যুদ্ধের হানজালা ঘটনা মিজানুর রহমান
হযরত হানজালা রাঃ ঘটনা,হানজালা রাঃ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা,হযরত হানজালা (রাঃ) এর মর্মান্তিক ঘটনা,হানজালা,হানজালা (রাঃ)-এর উহুদের যুদ্ধে শহীদ হওয়ার ঘটনা,হানজালা রাঃ এর জীবনী,হানজালার ঘটনা,হজরত হানজালা রাঃ এর ঘটনা,হানজালা রাঃ শহীদের ঘটনা,হানজালা রাঃ শহীদ হয়ার ঘটনা,হানজালার ঘটনায়,হানজালা রাঃ কলিজা ফাটা ঘটনা,হানজালা শহীদের ঘটনা,হানজালা (রাঃ) শহীদ হওয়ার ঘটনা,সাহাবী হানজালা রাঃ এর করুণ ঘটনা,হানজালার করুন ঘটনায়,হানজালা (র) এর শহীদ হওয়ার ঘটনা
উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই ... একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খুজার জন্য। ...হটাত বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবীজি বলেন; হা আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। -মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুখায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২ টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হাঞ্জেলা। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেসেন। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুল্লাহ হানজালা কে পাওয়া গেছে। -- সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতায়ে দিলেন। জিবরাঈল আসলো! ...এসে বলল; ইয়া রাসুল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনিকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ...ইয়া রাসুল্লাহ আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতরের ঘ্রাণ । আমরাই উনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি ।......
সুবহানআল্লাহ !!! আল্লাহ্ তাঁর প্রিয় মানুষকে কি পরিমাণ ভালবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই, "হে আল্লাহ্ _ আপনি আমাদেরকে সফল মানুষদের পথের পথিক হওয়ার তওফিক দান
#battle_of_uhud
#uhud_mountain
#uhud
#ohud
#medina
#saudi_arabia
#ওহুদের_ময়দান
#ওহুদ
#উহুদ
#ওহুদ_পাহাড়
#মদিনা
#ইসলামের_ইতিহাস
#সৌদি_আরব
Информация по комментариям в разработке