নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত বিদেশি সিরিজ | Old Btv shows | Sonali Otit

Описание к видео নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত বিদেশি সিরিজ | Old Btv shows | Sonali Otit

নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত বিদেশি সিরিজ |
Old Btv Tv Shows | Sonali Otit


৯০ এর দশকে বিটিভিতো কিছু বিদেশী সিরিয়াল দেখানো হতো । হয়তো অনেকেরই সেই সকল সিরিয়ালের কথা মনে আছে, আর এই সকল সিরিয়ালের কথা মনে পড়লেই অনেকেই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েন। ঠিক সেই ধরনের কিছু সিরিয়ালের কথা নিয়ে আমার আজকের আয়োজন

Alif Laila:
আমার মনে হয় বিটিভিরি সবচেয়ে জনপ্রিয় মেগাসিরিয়াল ছিল আলিফ লায়লা। শহরের কথা বলতে পারব না তবে গ্রামের মানুষ আলিফ লায়লার খুব ভক্ত ছিল।
সাধারণত রাত ৮টার পরেই আলিফ লায়লা শুরু হতো তবে আলিফ লায়লা শুরুর আগে কিছু ট্রেডমার্ক বিজ্ঞাপন ছিল, যেগুলো দেখে বলে দেয়া যেত কিছুক্ষণের মধ্যেই আলিফ লায়লা শুরুর ঘোষণা আসবে।

সিন্দাবাদ, তায়েব, মালিকা হামিরা বা কেহেরমান অথবা চিমাদেব-লিমাদেব এই চরিত্রগুলো অসম্ভব জনপ্রিয় ছিল। মালিকা হামিরার “আকরাম” নামের বিচ্ছু এবং সিন্দাবাদের “সোলেমানি তরবারি” সেই সময় বাচ্চা দের খেলার সাথী হয়ে উছেছিল।

The Adventures of Sinbad
আলিফ লায়লা শেষ হওয়ার পর শুরু হয় The New Adventure of Sindabad. কানাডিয়ান এই মেগাসিরিয়ালটি তখন সারা বিশ্বেই জনপ্রিয় ছিল। বাংলাদেশেও এই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সিন্দাবাদ, মেভ, লঙ্গার, ডোবার এবং ফিরোজ |

The New Adventures of Robin Hood
আমার যতদূর মনে পড়ে তাতে রবিন হুড এবং মিস্টারিয়াস আইল্যান্ড একই দিনে শুরু হয়েছিল। অর্থাৎ রবিবার , কিন্তু পরবর্তী সময়ে মিস্টারিয়াস আইল্যান্ড বুধবারের দেখানো হতো। রবিন হুড ঐ সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। প্রতি দুই পর্ব মিলে একটি কাহিনি শেষ করা হতো।

Mysterious Island
জুলর্ভানের গল্প অবলম্বনে এই সিরিয়ালটি তৈরি করা হয়েছিল। এই সিরিয়ালটি আবার তুলনা মূলক ভাবে বড়ারা একটু বেশি মজা পেত। কারণ ছোটদের বুঝতে কষ্ট হতো।

Hercules: The Legendary Journeys
গ্রীক মিথ এবং এর সাথে কিছু কাহিনী মিক্স করে বানানো হয়েছিল হারকিউলিক্স। শনিবার রাত ১০টার পরে দেখানো হতো বিটিভিতে।

Lois & Clark: The New Adventures of Superman
আমার মনে হয় বাংলাদেশে সুপার হিরো মুভিগুলো জনপ্রিয় হওয়ার পিছনে এই সুপারম্যানের অবদান অসামান্য। একটা সময় সুপার হিরো বলতে সুপার ম্যানকেই জানত। এছাড়া সুপার ম্যান বাচ্চাদের কাছে যে কি জনপ্রিয়া ছিল তা বলে যাবে না।

Robocop
“শহরে একজন নতুন নাগরিক এসেছে, যার নাম . . .. . রোবকপ” এই বলেই রোবকপ শুরু হতো। রোবকপ রোবট, তার হাটার স্টাইলটা একটু আলাদা । তো আমরা তখন অনেকই এই রোবকোপ স্টালে হাটার প্যাক্টিস করতাম । বিষয়টাতে অন্যরকম একটা মজা ছিল।

MacGyver
সমগ্র পৃথিবীতে অসম্ভব জনপ্রিয় একটি সিরিয়াল হলো ম্যাকাইভার। বাংলাদেশেও ব্যপক জনপ্রিয় ছিল। উপস্থিত বুদ্ধি এবং হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে তিনি কি বড় বড় কাজগুলোই না করে ফেলতেন। আমার মনে হয় বাংলাদেশে তখন অনেক ছেলে ইঞ্জিয়ার হতে চেয়েছিল এই ম্যগাইভার দেখে।

X-Files
যারা এখন বিটিভি নিয়ে নাক সিটকান এবং বিদেশী বিভিন্ন টিভি সিরিয়াল দেখে ফিদা হয়ে যান তাদের বলছি…. এই এক্স-ফাইলসও কিন্তু একসময় বিটিভিতে দেখানো হতো।

Akbar The Great
বিটিভির অন্যতম জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম হলো আকবর দ্যা গ্রেট। সম্রাট আকবরের জীবন কাহিনী নিয়ে এই সিরিয়ালটি নির্মিত হয়েছে। তবে অনেক ইতিহাসবিদই মনে করেন এই সিরিয়ালটি ইতিহাস নির্ভর হলেও এখানে ইতিহাসকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে।

Mr. Bean
এই সিরজ নিয়ে কিছুই বলার নাই । সবাই এটা সম্পর্কে কম বেশি জানেন।

Spellbinder
এই সিরিয়ালটিও অসাধারণ ছিল। অস্ট্রেলিয়ান এই সিরিয়ালটি তখন বিশ্বের অনেক দেশেই দেখানো হতো। এই সিরিয়ালের চাইনিজ পিচ্চিটার হেয়ার স্টাইলটা খুব ভাল লাগত।

The Sword of Tipu Sultan
মহীসুরের এই বীরর কথা হয়তো আমার এখন অনেকই বয়ে পড়েছি । কিন্তু এ কথা হয়তো অনেকেই জানি না যে , টিপুসুলতানকে নিয়ে একটি সিরিয়াল আছে, এবং সেখানে তার সংগ্রামী জীবনকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।


#old_btv_tv_shows
#old_tv_shows
#btvs_90s_tv_program
#sonali_otit

Комментарии

Информация по комментариям в разработке