মানুষ অমানুষ || HUMAN INHUMAN || জয়দীপ মহারাজ || Joydeep Maharaj

Описание к видео মানুষ অমানুষ || HUMAN INHUMAN || জয়দীপ মহারাজ || Joydeep Maharaj

হোস্টেলে পাঠালে কি ছেলেমেয়ে ভাল মানুষ হয়? মানুষ হওয়া মানে কি? পিতামাতার ভূমিকা কেমন হবে? এই মুল বিষয়টি ছাড়াও আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে জিজ্ঞাসাভিত্তিক আলোচনা রবিবার সন্ধ্যায়। কথা বলবেন জয়দীপ মহারাজ।
সবাইকে স্বাগত। 🙏🏻

8:33 দেবগণ, নরগণ, রাক্ষসগণ আমাদের জ্যোতিষের বিষয় আবার পঞ্জিকাতেও মানুষের জন্ম অনুসারে গণ নির্ধারিত থাকে৷ এটাই কি সেই মানুষটির স্বভাব সম্বন্ধে বোঝানো হয়?

37:04 দেবগণ, নরগণ, রাক্ষসগণের মানুষেরা কি পূর্বজন্মের প্রারব্ধ নিয়েই এ জন্মে রাক্ষস, দেব, নর গণ নিয়ে জন্মায়? একটু বুঝিয়ে দেবেন।

38:10 প্রণাম মহারাজ৷ দেবাদিদেব শিব আর শংকর কি একজনেরই নাম না আলাদা ব্যক্তি? কৃপা করে বলবেন৷

47:53 মহারাজজী ছেলে মেয়ে একটু অন্যমনস্ক, একটু দুরন্ত, বাঁধাধরা সিলেবাস অনুযায়ী না পড়াশোনা করলে বলা হয় দাঁড়া তোকে হোস্টেল বা রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেব৷ আমার বক্তব্য যে মিশনে গেলেই কি তারা যথার্থ মানুষ হবে?

1:42:02 সংসারে চলতে গেলে মানুষ আদর্শ বাদ না মেনে ইন্দ্রিয় সুখ যাতে সেটিই করে যেটা সমাজে দেখা যায়। কিন্তু আধ্যাত্মে আদর্শ বাদ মেনে চলতে বলা হয়। মানুষকে সাহায্য করা, করুণা করা, প্রেম ইত্যাদি।
তাহলে কি বর্তমান সমাজের মতো আমার জন্য যেটা সুখের তা করা উচিত না, সাধনা করা উচিত?

Комментарии

Информация по комментариям в разработке