হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম | Hate Hate Tali diye | Bhargav Lahiri Devotional | R Plus Gold

Описание к видео হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম | Hate Hate Tali diye | Bhargav Lahiri Devotional | R Plus Gold

ভগবান শ্রী রামকৃষ্ণের পুণ্য আবির্ভাব তিথি আগত।
ঠাকুর বলতেন হাততালি দিয়ে হরিনাম করলে সমস্ত দুখ পাখি পালিয়ে যায় । সকলের জন্য রইল ঠাকুরের করুণা মাখা এই গানটি। পূজনীয় সর্বগানন্দ জি মহারাজ্ এর রচিত এই গান।

হাতে হাতে তালি দিয়ে বল রামকৃষ্ণ নাম
 রামকৃষ্ণ রামকৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম,
 রামকৃষ্ণ নাম বল অবিরাম
 কলির তারকব্রহ্ম রামকৃষ্ণ নাম !!

 এই যুগে তে সারদা রামকৃষ্ণ নামের ভেলা
 পাড়ে যেতে চাস রে যদি কর ত্বরা এই বেলা,
 এই যুগে তে সারদা রামকৃষ্ণ মধুর নাম
 যুগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণগান
 বল রামকৃষ্ণ নাম!!

 শরণাগতির কোন বিকল্প যে নাই
 সংসার অগ্নিতে কেন পুড়ে মরো ভাই
 মরি মরি রামকৃষ্ণ মধুর নাম গান
 সারদা নামের সাথে কর সুধা পান 
 বল রামকৃষ্ণ নাম!!

 জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে 
 কলসে কলসে সে যে কৃপা-বারি এনেছে 
 আয় ত্বরা আয় ত্বরা ওরে করি আত্মনিবেদন
 জীবনে মরণে রাখি যুগল চরণ  / অভয় চরণ
 বল রামকৃষ্ণ নাম !!


রচনা : পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বগানন্দ জি

Комментарии

Информация по комментариям в разработке