ধ্বংসস্তূপে কালের সাক্ষী তামলি রাজার বাড়ি Rajshahi | Explore with Ehtesham Johnny

Описание к видео ধ্বংসস্তূপে কালের সাক্ষী তামলি রাজার বাড়ি Rajshahi | Explore with Ehtesham Johnny

ধ্বংসস্তূপের মধ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তামলি রাজার বাড়ি। ঠিক যেন বাড়ি নয়Ñ বাড়ির দুতিনটি স্তম্ভ কোনোরকমে দাঁড়িয়ে রয়েছে অনাদর-অবহেলায়। রাজাদের আদি বাসস্থান বলা হয় রাজশাহীকে। কিন্তু এখন আর নেই সেই রাজা, নেই তাদের রাজত্বও। তবুও রাজশাহী এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রাজবাড়ীগুলো। এগুলো ইতিহাসের নিদর্শন হিসেবে স্বাক্ষর রেখে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ফলে এত বছর পরও কমেনি রাজবাড়ীর কদর।
দর্শনার্থীরা রাজবাড়ীগুলো দেখতে এখনও ভিড় জমায়। ছুঁয়ে দেখতে চায় বহুদিনের পুরনো সেই ঐতিহ্যকে। এমনই এক ঐতিহ্যবাহী রাজবাড়ী হলো রাজশাহীর তামলি রাজার বাড়ি। রাজশাহী শহর থেকে ১৯ কিলোমিটার দূরে পবা উপজেলার বড়গাছি গ্রামে দাঁড়িয়ে রয়েছে ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ী। তবে সেটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

Tags:
রাজার বাড়ি,তামলি রাজার বাড়ি,হাছন রাজার বাড়ি,হাসন রাজার বাড়ি,রামপাশা হাছন রাজার বাড়ি,তামলি রাজার বাড়ি,তামলি রাজার ইতিহাস,পবা তামলি রাজার বাড়ি,হাসন রাজার বাড়ি রামপাশা,নওহাটা তামলি রাজার বাড়ি,হাছন রাজার বাড়ি কোথায়,হাছন রাজার বাড়ি দেখতে কেমন,ঐতিহাসিক প্রাচীন তামলি রাজার বাড়ি,রাজার বাড়ি,হাসন রাজার বাড়ি,রাজশাহীর তাম্বলি রাজার ইতিহাস,তামলি রাজা,রাজার বাড়ির,হাজার বছর আগের রাজার বাড়ি,জমিদার বাড়ি,তামলি বাড়ি,রাজার বাড়ি রাজা নাই,হাছান রাজার বাড়ি

Follow Us At
  / plus_entertain  
  / johnnyehtesham  
  / apni-janen-ki  
  / vaijaanofficial  

Used Gears:
1. GoPro Hero 9 & 11
2. Boya Microphone
3. Sony ZV E10 with 28-70mm Lens
4. Apple iMac for Video Editing
5. Graphics Design in Adobe Photoshop

Комментарии

Информация по комментариям в разработке