#বাংলাদেশের_রাঙ্গামাটি_জেলা #বরকল_প্রাকৃতিক_নিসর্গের_লীলাভূমি
#Barkal_upazila_Rangamati_district_Bangladesh
বরকল উপজেলা (রাঙ্গামাটি জেলা) আয়তন: ৭৬০.৮৮ বর্গ কিমি। অবস্থান: ২২°৩৯´ থেকে ২৩°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১১´ থেকে ৯২°২৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বাঘাইছড়ি ও লংগদু উপজেলা, দক্ষিণে জুরাছড়ি উপজেলা, পূর্বে মিজোরাম (ভারত), পশ্চিমে লংগদু ও রাঙ্গামাটি সদর উপজেলা।
জনসংখ্যা ৩৯৭৮১; পুরুষ ২১৮৯২, মহিলা ১৭৮৮৯। মুসলিম ৮৫৫৪, হিন্দু ৫৯১, বৌদ্ধ ৩০০, খ্রিস্টান ৩০৩২০ এবং অন্যান্য ১৬।
জলাশয় কর্ণফূলি নদী; কাপ্তাই হ্রদ উল্লেখযোগ্য।
প্রশাসন থানা গঠিত হয় ১৯২৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৫ সালে।
ঐতিহাসিক ঘটনাবলি ব্রিটিশ শাসনের প্রথমদিকে এ অঞ্চলে কুকিদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। এদের নিয়ন্ত্রনের জন্য ১৮৬০ সালে ব্রিটিশ সরকার পৃথক জেলা প্রশাসন গঠন করে। ১৮৭২ সালে ত্রিপুরা, কাছাড় ও পার্বত্য চট্টগ্রাম থেকে লুসাই বা মিজোরাম অঞ্চলে অভিযান চালিয়ে কুকিদের আস্তানা ধ্বংস করা হয়। ১৮৯১ ও ১৮৯৩ সালে কুকিদের নির্মুল অভিযান পরিচালিত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মৃতিস্তম্ভ ১।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৭, মন্দির ৭, বৌদ্ধ মন্দির ২৯, গির্জা ৩।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৬.১%; পুরুষ ৪৭.১%, মহিলা ২২.৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বরকল উচ্চ বিদ্যালয়, বিলছড়া উচ্চ বিদ্যালয়, ভাইমিটাই প্রাথমিক বিদ্যালয়, লাইজুগ্রাম প্রাথমিক বিদ্যালয়, ধনুবাগ প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ আকর্ষণ শুভলং ঝর্ণা।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৮৩.৪৬%, অকৃষি শ্রমিক ২.১৯%, ব্যবসা ৫.৮৭%, চাকরি ২.৫৪%, নির্মাণ ০.০৮%, ধর্মীয় সেবা ০.০৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.০৩% এবং অন্যান্য ৫.৭৬%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৬.৩১%, ভূমিহীন ৩৩.৬৯%। শহরে ৪৮.৮৫% এবং গ্রামে ৬৬.৮৬% পরিবারের কৃষিজমি রয়েছে।
যোগাযোগ বিশেষত্ব আধা-পাকারাস্তা ৫ কিমি, কাঁচারাস্তা ৪৩৬ কিমি।
প্রধান কৃষি ফসল ধান, তুলা, তিল, আদা, হলুদ, শাকসবজি।
প্রধান ফল-ফলাদি কাঁঠাল, কলা, আনারস, তরমুজ।
শিল্প ও কারখানা স্টীল মিল।
কুটিরশিল্প লৌহশিল্প, তাঁতশিল্প, বাঁশ ও বেত শিল্প, কাঠের কাজ।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার রয়েছে।
হাটবাজার শুভলং বাজার, ছোট হরিণা বাজার ও বরকল বাজার।
প্রধান রপ্তানিদ্রব্য কলা, কাঠ, বাঁশ, তুলা ও তিল।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪.১৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ১৬.৪৩%, ট্যাপ ১৭.৫৯%, পুকুর ১০.৯৩% এবং অন্যান্য ৭১.৩৩%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৫.৩৭% (শহরে ২৯.৪৯% এবং গ্রামে ৪.৬১%) পরিবার স্বাস্থ্যকর এবং ৮৫.৩৭% (শহরে ৬৪.০৬% এবং গ্রামে ৮৬.০৪%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৯.২৬% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১।
এনজিও জুনোপহর। [আতিকুর রহমান]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বরকল উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।__________________________________________________________________
Fair Use Disclaimer:
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for the purposes such as criticism, news reporting, Comment, scholarship, teaching, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Информация по комментариям в разработке