নিশ্চিত মৃত্যু জেনেও শেখ মুজিবের খুনী মাজেদ দেশে এসেছিল কেন?
আমি জানি না প্রশ্নটা এভাবে করা হল কেন?
কারণ, প্রশ্নটা এভাবেও হতে পারত: শেখ মুজিবের খুনী মাজেদ দেশে এসেছিল নাকি এদেশে আনা হয়েছিল?
মাজেদ দেশে আসতে পারেন। কারণ, এটা তার জন্ম ভূমি এবং মনে করতে পারেন যে, এখন হয়তো তার দেশে ফেরার সংবাদ কেউ জানবে না। কিন্তু এই সম্ভাবনা খুব দুর্বল। কারণ, তিনি ভারতে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে পরিচিত হয়েছেন এবং সেখানে বিয়ে করেছেন। তার সেখানে সন্তান হয়েছে। তার দেশে ফিরে আসার ইচ্ছে হওয়ার কথা নয়। বরং ভারতকেই নিজ দেশ বানিয়ে নিয়েছিলেন তিনি। কাজেই আমার কাছে তার নিজ ইচ্ছায় দেশে ফিরে আসার বিষয়টা পরিস্কার না।
হ্যাঁ, দেশে মৃত্যু হওয়ায় তার একটি লাভ হলো: নিজ আত্মীয় স্বজনদের মাঝে মারা যাওয়া। তাদের দোয়া লাভ করা ইত্যাদি।
মাজেদকে দেশে আনা হতে পারে। কারণ, তখন বেশ কিছু সংবাদে, ফেসবুকে কিছু কথা ছড়িয়ে ছিল, সেসব কথার উৎস মনে নেই, তবে সংবাদগুলোর সারাংশ এরূপ ছিল যে, মাজেদকে অনেক দিন ধরেই বাংলাদেশ সরকারের কোনো বাহিনী নজরদারিতে রেখেছিল। সবকিছু নিশ্চিত হয়ে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের পুলিশ দ্বারা তাকে ধরিয়ে বাংলাদেশের কোনো বাহিনী দ্বারা তাকে গ্রহণ করেন। তারা অনেকটা নাটকের মতই ঢাকার একটি স্থানে মাজেদকে আবিষ্কার করেন এবং পরবর্তীতে তাকে ফাঁসিতে ঝুলানো হয়।
কারণ, নিয়ম অনুযায়ী একদেশ থেকে আরেক দেশে অপরাধী হস্তান্তরের অনেক ঝটিলতা ও দীর্ঘ সূত্রতা কিনা রয়েছে। সেই জন্য শর্টকার্ট এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। তবে বাস্তবতা আল্লাহ এবং তারপরে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন তারাই ভালো বলতে পারবেন। এগুলো আমাদের ধারনা।
আমরা ইতোপূর্বে লক্ষ্য করেছি যে,শেখ মুজিবের খুনীদের আশ্রয়দাতা এবং তাদের আত্মীস্বজনকে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার ও অনেক সুবিধা বঞ্চিত করা হয়েছে। কিন্তু বাংলাদেশে মাজেদকে আশ্রয়দাতাদের ব্যাপারে তার কিছুই করা হয়নি এবং তারা কেন শেখ মুজিবের খুনীকে প্রশাসনের নিকট হস্তান্তর না করে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেই জন্য তাদের কোনো শাস্তি ও জেল হয়েছে বলে শুনিনি। এটাও দ্বিতীয় সম্ভাবনাকে বেশী শক্তিশালী করে। আল্লাহ ভালো জানেন।
এটা দুনিয়া। এখানে একজন মানুষ ভালো ও মন্দ উভয় করতে পারেন। কিন্তু তার ফল ভোগ করাও চিরন্তন সত্য ও কঠিন বাস্তবতা। মন্দ কাজ কারো নির্দেশে করুক কিংবা নিজ প্ররোচনায় করুক। অপরাধী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক তাকে তার অপরাধ ভোগ করতেই হবে। কারণ, সবার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তিনি তার বিশেষ হিকমতের কারণে মানুষকে এতটা সুযোগ দিয়েছেন মাত্র। মনে করুন একজন পুলিশ কোনো সরকারের ঘনিষ্ঠ হওয়ার জন্য একটি অপরাধ করলেন, কিন্তু সেই অপরাধের শাস্তি থাকে পেতেই হবে, যেই শাস্তি থেকে সরকারও তাকে রক্ষা করতে পারেন না। কারণ, কেউ তার নিজের, স্ত্রীর, সন্তানদের সুস্থতা ও নিরাপত্তার মালিক না একমাত্র আল্লাহ ছাড়া। আমরা মুসলিমরা এই একটি কারণে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি।
বঙ্গবন্ধু এবং তার পরিবারের সাথে যারা অন্যায় আচরণ করেছেন তারা অবশ্যই তার শাস্তি ভোগ করবেন, হয়তো কেউ কেউ করেছেন। পক্ষান্তরে বঙ্গবন্ধু এবং তার পরিবার যাদের সাথে অন্যায় আচরণ করেছেন, তারাও তার শাস্তি অবশ্যই ভোগ করবেন।
জিয়াউর রহমান এবং তার পরিবারের সাথে যারা অন্যায় আচরণ করেছেন, তারা অবশ্যই তার শাস্তি ভোগ করবেন, হয়তো কেউ কেউ করেছেন। পক্ষান্তরে জিয়াউর রহমান এবং তার পরিবার যাদের সাথে অন্যায় আচরণ করেছেন, তারাও তার শাস্তি অবশ্যই ভোগ করবেন।
সবাই সবার ভালো ও মন্দের পুরোপুরি ফল ভোগ করবেন। কিছুটা দুনিয়ায় আর বাকিটা পরকালে ভোগ করবেন। পরকাল আমাদের নিকট অনেক দূরে মনে হয়, বস্তুত পরকালে দুনিয়াকে কিছুই মনে হবে না।
কাজেই এই দুনিয়ায় যে যতুটুকু ভালো কাজ করার সুযোগ লাভ করবেন তা অবশ্যই করে ফেলুন। অপরাধী অনুতপ্ত হলে নিজের প্রতি করা অপরাধ ক্ষমা করে দিন। এই ক্ষমার বিনিময় দুনিয়া এবং পরকালে লাভ করবেন। এই ক্ষমার ফলে দুনিয়াতে মহান হবেন বটে, ছোট হবেন না। শাসকগণ যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় আসবেন তারা প্রতিপক্ষকে ক্ষমা করে এই সাওয়াব হাসিল করতে পারেন। সবাই ভালো কাজের প্রতিযোগিতা করুন। আমি মুসলিম। এটাই আমার প্রেরণা। ধন্যবাদ।
শেখ মুজিবুর রহমান,শেখ মুজিব,মাজেদের ফাঁসি,মাজেদ,শেখ হাসিনার বাড়ি,সারাদেশের খবর,বাংলাদেশের খবর,খালেদ মোশাররফ,এমএজি ওসমানী,নিদের সাথে গোপন বৈঠক করতেন জিয়া,ওসামা বিন লাদেন,জিয়ার সম্পৃক্ততা নিয়ে ৭১ প্রতিবেদন,বাংলাদেশ জিন্দাবাদ,জিয়াউর রহামানের জীবনের শেষ কয়েক ঘণ্টা,বাংলাদেশ,জিয়াউর রহমান,জিয়াউর রহামানে,অমীমাংসিত রহস্য,ইনডেমনিটি অধ্যাদেশ,বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা,বঙ্গবন্ধুকে যে ভাবে হত্যা করা হয়,সবশেষ খবর,জেল হত্যা,একুশে টিভি,সর্বশেষ খবর।
Информация по комментариям в разработке