সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন || Santahar Railway Junction || বগুড়া || orbitbiker 🚊

Описание к видео সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন || Santahar Railway Junction || বগুড়া || orbitbiker 🚊

সান্তাহার বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলায় অবস্থিত একটি শহর। শহরটি আদমদীঘি উপজেলার প্রধান শহর। এ শহরটি বহুপূর্ব থেকেই রেল যোগাযোগের জন্য বিখ্যাত।বর্তমানে এ শহর সান্তাহার নামে পরিচিত হলেও এর পূর্ব নাম “সুলতানপুর” রাজশাহী জেলার অন্তর্গত ছিলো। ব্রিটিশরা এ অঞ্চলে রেলযোগাযোগ সম্প্রসারণের উদ্যেগ নেয়। যে মৌজাটির উপর রেল স্টেশন তৈরি করা হয় তা ছিল “সাঁতাহার” মৌজা। সান্তাহার রেল জংশন স্টেশনের সরকারি কোড STU.. সে সময় আদমদীঘি থানাধীন “সুলতানপুর” বাজার অত্র এলাকার বিখ্যাত ও প্রসিদ্ধ বাজার হিসেবে গড়ে উঠায় অত্র রেল স্টেশনের নাম সুলতানপুর রাখা হয়। SULTANPUR ইংরেজি নাম হতে STU.. নিয়ে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের কোড STU.. নির্ধারণ করা হয় যা এখন পর্যন্ত বহাল । তৎকালীন অধিকাংশ অফিসার অন্য ভাষাভাষী হবার কারণে তারা ইংরেজি তে সাঁতাহার লিখতে গিয়ে চন্দ্রবিন্দু থাকায় সান্তাহার বানিয়ে ফেললেন। বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে কোন শব্দের সঙ্গে চন্দ্র বিন্দু থাকার কারণে ইংরেজি বানানের সময় চন্দ্রবিন্দু এর স্থলে ইংরেজি বর্ণ N ব্যবহারের নিয়ম রয়েছে। তাই বাংলা সাঁতাহার এর ইংরেজি অপভ্রংশ Santahar নামটি অধিক ব্যবহারের কারণে সান্তাহার নামটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। কালক্রমে সান্তাহার নামে পরিচিতি হওয়ায় সুলতানপুর নামটি বিলুপ্ত হয়।



Santahar is a town located in Bogra district of Rajshahi division of Bangladesh. The city is the main city of Adamdighi Upazila. This city is famous for its railway communication since ancient times. Now this city is known as Santahar but its earlier name was "Sultanpur" which belonged to Rajshahi district. The British took the initiative to expand railway communication in the region. The mouza on which the railway station is built was “Santahar” mouza. The official code of Santahar Rail Junction Station is STU.. At that time "Sultanpur" market under Adamdighi police station became a famous and popular market in the area so the railway station was named Sultanpur. SULTANPUR took the English name STU.. and the Santahar Railway Junction station code was set to STU.. which is still in place. Since most of the officers at that time were speaking other languages, they wrote Santahar in English and made Santahar because there was a lunar point. In Bengali language, there is a rule of using English letter N in place of Chandrabindu during English spelling due to the presence of Chandra Bindu with any word. Therefore, the name Santahar, the English corruption of Bengali Santahar, has become widely known due to the increased use of the name Santahar. Over time, the name Sultanpur disappeared as it became known as Santahar

Комментарии

Информация по комментариям в разработке