সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
,,,,,,,
সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
,,,,,
জলে ছুঁয়ে যায়,চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার?
,,,,,
কাওকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে।
,,,,,
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবো না সে বোকা।
শুধু এটাই ভাববে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও
,,,,,
প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকেই যেন পায় !
কেন না অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাদায়
,,,,,,
সে এসে বসুক পাশে
যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে
জানুক, প্রিয়তম অসুখ সে!
,,,,
ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।
,,,,
যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল
করে দিবে একদিন
,,,,,
পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।
,,,
পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সবচেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা।
……
কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে
……
আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি
আমার মৃত্যু সংবাদে
সে কখনই ব্যথিত হবে না
…….
যদি মনের অনুভুতি
ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে
আজীবন!
……
ভালোবাসার অনুভুতি গুলো
খুব আজব রকমের হয়.
কখনো কষ্টের মাঝে লুকোনো
সুখ খুঁজে পাওয়া যায়
……
একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা
চাই না টাকা চাই। দিন-রাত খেটে হলেও
তোমার চাওয়া পূরণ করতাম
……
আমার স্বপ্ন আজ আমার
আর্তনাদের মূল কারণ,
আজ আমি কাঁদছি তবে
অতীতকে নিয়ে ভাবছি না।
,,,,
তুই তার প্রেমেতে অন্ধ,
আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ।
…*********
হৃদয় কাঁপানো কষ্টের স্ট্যাটাস
,,,,,,
কি বিচিত্র নিয়ম এ পৃথিবীর
মানুষ যার কাছ থেকে যত,
বেশি আঘাত পায়,
তাকে তত বেশি মনে রাখে,
তাকে বেশি ভালবাসে
,,,
জীবন মানে – কিছু সময়
সুখের সাগরে ভাসা কখনো
বা দুঃখের সাগরের হারিয়ে
যাওয়া নেই কোন একান্ত ঠিকানা
…..
কষ্ট গুলা যদি কাগজ হতো
তাহলে আগুন দিয়ে
সব কষ্ট পুড়িয়ে দিতাম
কিন্তু কষ্ট গুলা হলো আগুন
যা আমাকে কাগজের মত
পুড়িয়ে ছাই করে দেয়
……
ভুলতে কখনোই চাইনি,
ভুলিও নি!
শুধু ভুলে যাবার অভিনয়টা
নিপুণভাবে চালিয়ে যাচ্ছি।
……
এপার ভাংগে ওপার গরে
নদীর কি আসে যায়
যার ভিটা যায় সেইত
কান্দে পইরা নদীর কিনারায়
…..
তোর কঠিন পাষাণ হৃদয়
আমার ভালবাসার ঘর,
তোর ফিরিয়ে নেয়া দৃষ্টি
আমার জীবন জুরে ঝড়!
……
সময় যদি যায় রে থেমে
মন কি যায় আর বয়ে,
হৃদয় যদি দেয় রে কেঁদে
দু’চোখ কি আর সহে?
……
টাইম পাস তো গেমস
খেলেও করা যায়..!
তাহলে কী দরকার
টাইম পাসের
জন্য একটি সুন্দর
জীবন নষ্ট করার!!!
……
কিছু কিছু মানুষ জন্মায়
কষ্ট পাওয়ার জন্য।
……
সুখী মানুষের কাছে সবাই যায় ।
দুখী মানুষের কাছে
কেউ যেতে চায় না ।
দু:খ থেকেই দু:খের জন্ম হয় ।
…..
ধূলোজমা অন্ধকারে কান পেতে
মাঝে মাঝেই তোর
করুণ গান শুনি।
…..
ভালবাসা থেকে যায়।
বদলে যাই শুধু আমরা!
…..
এটাই সত্য যে মানুষ
যত বড় শক্তিশালী হোক না কেন
প্রিয় মানুষটির কাছে
সে সব সমই দুর্বল
…..
কিছু কিছু মানুষ গোপনে
ভালোবেসে যায়
বিনিময়ে তারা কিছুই চায় না
তকে অনেক কিছু দিয়ে যায়।
…..
পরিপূর্ণতা তোমার জন্য,
শূন্যতা নাহয় আমারই থাক।।
…..
ফুল ফোটে বাগানে
প্রেম করে গোপনে
প্রথম প্রেম বেঙে গেলে
সুখ হয়না জীবনে
……
চাঁদের আলোয় খুঁজেছি তোমায়
পেয়েছি বারেবার –
ছোবো বলে হাত বাড়িয়ে
পেয়েছি আধার!!
…..
…..
আমাদের নিজের মধ্যে
সৌন্দর্য্যের ন্যূনতা থাকিলে
আমরা জগতের সৌন্দর্য্য
রাজ্যে প্রবেশাধিকার পাই না
…..
সরাসরি চোখের
দিকে তাকিয়ে কেউ
মিথ্যা বলতে পারে না।
মিথ্যা বলতে হয়
অন্যদিকে তাকিয়ে !
—হুমায়ূন আহমেদ
,,,,,,,,
তোমারে যে চাহিয়াছে ভুলে এক দিন,
সেই জানে তোমারে ভোলা কি কঠিন!!
– কাজী নজরুল ইসলাম
,,,,
জীবনে যত বিপদে
পড়বে তত তোমার
কাছের মানুষ
গুলাকে চিনতে পারবে।
কে তোমার কত আপন!
—হুমায়ূন আহমেদ
,,,,,
যদি ভাল পেনসিল হাতে না পারো
কারো সুখের গল্প লিখার জন্যে
তাহলে ভাল রাবার হও
যেনো কারো দুঃখমুছে দিতে পারো।
,,,,
পৃথিবীতে অধিকাংশ মানুষ
এমন কাউকে মিস করে যে
তাকে কখনোই মিস করে না
দুর্ভাগ্যবশত আমিও
তাদের মাঝে একজন
,,,
দুঃখ সবার মাঝে থাকে,
কিন্তু সবাই কি তা
সইতে পারে???
কেউ সয় নিরবে,
কেউ বা বুকে জমা রাখে
হাসির সুরে,
কেউ বা সইতে না পেরে
হারিয়ে যায় চিরতরে!!!!
….
কখনো রঙীন-কখনো ধূসর
কখনো বা কালো-সাদা,
কখনো জীবন স্বপ্নের মত
কখনো বা বিশাল ধাঁ ধাঁ!!
…..
আপন মানুষ কখনো
পর হয় না..
যদি পর হয়,
তবে বুঝে নিও সে কখনো
তোমার আপন ছিল না..
সে তার সময় কাটানোর
জন্য আপন সেজেছিল.
……
কাউকে না পেলে,
জীবন কখনো শেষ হয়না।
কিন্তু,কাউকে পেয়ে আবার হারালে
জীবনের আর কিছু
বাকি থাকে না।
……
কষ্ট পেলেই কি
ভালবাসা হারিয়ে
যায় কখনোইনা!যে
ভালবাসতে জানে
হাজারও কষ্টের
মাঝেও ভালোবেসে
যায়!যা কখনোই
হারাবার নয়!
……
কারো কাছ থেকে কিছু
কেড়ে নিয়ে সুখি হওয়া যায়
___কিনতু____
সেটা প্রকৃত সুখ নয়
নিজের সুখ বিসর্জন
দিয়ে যাকে খুশি করা যায়
সেটাই প্রকৃত সুখ
#abszindagi #sad #facebook #whatsapp
Информация по комментариям в разработке