মামলা মোকদ্দমা কিভাবে তুলে নিবেন?How to withdraw the case?বাদী বা এজাহারকারী হিসেবে মামলা তোলার নিয়ম

Описание к видео মামলা মোকদ্দমা কিভাবে তুলে নিবেন?How to withdraw the case?বাদী বা এজাহারকারী হিসেবে মামলা তোলার নিয়ম

মামলা করেছেন, মামলার দাবী বুঝে পেয়েছেন কিংবা আপোষ মীমাংসা হয়ে গেছে। এখন চিন্তায় পড়েছেন মামলা কিভাবে প্রত্যাহার করে নিবেন। নো টেনশন। আইন অনুযায়ী, মামলা প্রত্যাহার করার সুযোগ আছে। এ মামলা কিভাবে তুলবেন, এর জন্য কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে-এ সকল বিষয়ে আইনী আলোচনা করতে আমি পি.এম. সিরাজুল। ফৌজদারি মামলা হয় সাধারণত দুই ধরনের। একটি জি.আর অপরটি সি.আর। জিআর মামলা থানায় হয়ে থাকে। আর সিআর মামলা হয় ফৌজদারি আদালতে। থানায় যে জি.আর মামলা হয়, সে মামলায় বাদীর পক্ষে রাষ্ট্র নিজেই আইনজীবী নিযুক্ত করেন, যাদের বলা হয় হয় পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কিংবা সংক্ষেপে পি.পি। আর সিআর মামলা, যা কোর্টে করা হয়, সেই মামলায় নালিশকারী বা বাদীকে ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করতে হয়। যেসব জিআর মামলায় আপোষ হয়ে যায় কিংবা মামলাটি চলার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পওয়া যায়, সেক্ষেত্রে রাষ্ট্র নিজেই অর্থাৎ পি.পি’র পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা মতে আদালতের অনুমতিক্রমে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন। সেটা সম্ভব না হলে আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আপনি এজাহারকারী হিসেবে নিজে ও অন্যান্য সাক্ষীদের মাধ্যমে আদালতে আপোষমূলে সাক্ষ্য প্রদান করে আসামীকে খালাসের ব্যবস্থা করা যায়।
My facebook page: www.facebook.com/seraj.pramanik.bd
My facebook ID: www.facebook.com/seraj.pramanik.5/
My `Law tips bd’ page t   / lawtipsbd  
My daily international page: www.facebook.com/dainikinternatonal
My daily international newspaper website: dainikinternational.com
My `Aine vasso’ like page: www.facebook.com/lawcommentbd

Комментарии

Информация по комментариям в разработке