ও বাঁশিরে পরাণের বাঁশি O Bashire Poraner Bashi
Singer: Dithi Das l দিতি দাস
Lyric & Tune: Radharaman Datta রাধারমণ দত্ত
Music: MB Gallery Team টিম এমবি গ্যালারি (Ashim Bhoumik & Mostaque Bahar অসীম ভৌমিক ও মোস্তাক বাহার)
Mix Master: Mostaque Bahar l মোস্তাক বাহার
DOP: Juyel Islam & Kayes Laskar l জুয়েল ইসলাম ও কায়েস লস্কর
Edit & Color: Tuhin Islam l তুহিন ইসলাম
Direction: Mostaque Bahar মোস্তাক বাহার
Dancers: Jerin, Mou, Priti, Soniya, Dipa & Priya জেরিন, মৌ, প্রীতি, সনিয়া, দিপা ও প্রিয়া (Dhamai Chunarughat Dance Team ধামালি চুনারুঘাট নাচের দল)
#DithiDas #Dhamail #ধামাইল
Production: MB Gallery Production, Chunarughat, Habiganj এমবি গ্যালারি প্রোডাকশন, চুনারুঘাট, হবিগঞ্জ।
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]
ও বাঁশিরে পরাণের বাঁশি বাঁশি আর জ্বালা দিওনা
আর জ্বালা দিওনারে বাঁশি
বাঁশি আর জ্বালা দিওনা (ঐ)
উজান গাঙ্গে থাকোরে বাঁশি, বাঁশি ভাইটাল গাঙ্গে থানা
চোথের দেখা মুখের হাসি কে কইরাছে মানা রে বাঁশি
বাঁশি আর জ্বালা দিওনা (ঐ)
অষ্ট আংলা বাঁশের বাঁশি, বাঁশি করুল গাছের আগা
নাম ধরিয়া বাজাও বাঁশি কলংকিনী রাধারে বাঁশি
বাঁশি আর জ্বালা দিওনা (ঐ)
ভাইবে রাধারমণ বলে বাঁশি শুনরে কালিয়া
কূল গেলো কলংঙ্ক কইলো জগৎ জুড়িয়ারে বাঁশি
বাঁশি আর জ্বালা দিওনা (ঐ)
*ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ। তবে সাম্প্রতিককালে পুরুষরাও এ নাচের প্রতি আগ্রহী হয়ে
Информация по комментариям в разработке