সৌদি আরবে নতুন অবস্থায় কিভাবে গাড়ি চালালে জরিমানা এবং এক্সিডেন্ট কম হবে?

Описание к видео সৌদি আরবে নতুন অবস্থায় কিভাবে গাড়ি চালালে জরিমানা এবং এক্সিডেন্ট কম হবে?

নতুন অবস্থায় কিভাবে গাড়ি চালালে জরিমানা এবং এক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন?


সবসময় তিনটি লুকিং গ্লাস খেয়াল করে গাড়ি চালাবেন।

গতি নিয়ন্ত্রণ করে মাঝের লেন দিয়ে গাড়ি চালাবেন।

U ট্রান করার সময় একেবারে বামে চেপে থাকবেন।

যাত্রীর কথায় বা ইসারায় যেখানে সেখানে দাড়ির পড়বেন না।

ডানে বা বামে মোর নেয়ার সময় চেপে সংকেত ব্যবহার করবেন।

অন্ধ বাকে এবং চার রাস্তার মোরে গতি কমিয়ে হর্ন ব্যবহার করবেন।

রেবার্স করার সময় ইমারজেন্সি এন্টিগেটর এবং লুকিং গ্লাস খেয়াল করবেন।

চোখে ঘুম নিয়ে এবং নেশাগ্রস্থ হয়ে গাড়ি চালাবেন না।

সেখানে সেখানে ওভারটেকিং করবেন না।

মোবাইল ব্যবহার এবং অন্যমনস্ক হয়ে গাড়ি চালাবেন না।
মেইনরোড থেকে যখন সার্ভিস রোডে যাবেন অথবা সার্ভিস রোড থেকে মেইনরোডে তখন, অবশ্যই একটু সামনের দিকে এগিয়ে লুকিং গ্লাস লক্ষ করবেন।

Комментарии

Информация по комментариям в разработке