@newsviews. #food #islamic #rasulullah #foodlover #foodie #foodblogger
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার গ্রহণ করেছেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সমৃদ্ধ।
দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) প্রিয় খাবার ও তার বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে।
আজকের বিজ্ঞান গবেষণা করে-ঐ সব খাবারের নানাবিধ উপকারীতা দেখে রীতিমত অভাগ।
পনির : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসুল (সা.)-এর কাছে কিছু পনির উপস্থাপন করা হয়।
রাসুল (সা.) বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। (আবু দাউদ : ৩৮১৯)
মাখন : হজরত ইবনে বিসর আল মুসলিমাইন (রা.) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন, ‘একবার আমাদের ঘরে রাসুল (সা.) আগমন করেন। আমরা তাঁর সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন।
মিঠাই ও মধু : হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল (সা.) মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন।’ (বুখারি, ৫১১৫;।
ডুমুর: ডুমুর নবীজির প্রিয় খাবারের মধ্যে অন্যতম। ডুমুরে রয়েছে অত্যন্ত পুষ্টিকর ও ভেষজগুণসম্পন্ন। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই ডুমুর।
● আঙ্গুর: প্রিয়নবী (সা.) আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। তার প্রিয় খাবারের তালিকায় আঙ্গুর অন্যতম। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এই খাবারের উচ্চ খাদ্যশক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী।
●তরমুজ: প্রিয়নবী (সা.) তরমুজ আহারে গুরুত্ব দিতেন। নিজে বেশ পরিমাণে তরমুজ খেতেন। তিনি বলেছে যেসব গর্ভবর্তী মা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়ে যায়।
● জলপাই তেল: জলপাইর তেল বা অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে।
● ডালিম- প্রিয়নবী (সা.) বলেছেন, ডালিম- ও বেদানা আহারকারীদের শয়তানও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে।
ঘি মাখা রুটি : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একদিন বলেন, ‘যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত, তাহলে সেগুলো আহার করতাম।
দুধ : হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘মিরাজের রাতে বায়তুল মাকদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল (আ.) আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল (আ.) বললেন, ‘আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন।’ (বুখারি : ৩১৬৪, তিরমিজি, ২১৩)
খেজুর: খেজুর রাসুলের (সা.) খুব প্রিয় একটি খাবার। প্রিয়নবী (সা.) বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয়নবী (সা.) সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীলকএ সতেজ রাখে।
কিশমিশ : ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল (সা.)-এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন।’ (মুসলিম)
সারিদ:- রাসুলুল্লাহ সাঃ এর কাছে সারিদ ছিল অত্যন্ত প্রিয় খাবার’ (আবু দাউদ : ৩৭৮৩
সারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য।
লাউ : হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, একবার একজন দর্জি রসুল (সা.)-কে খাবারের দাওয়াত করেন। আমিও নিবীজির সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসুল (সা.)-এর সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরা ও লাউ মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি, রাসুল (সা.) প্লেট থেকে খুঁজে খুঁজে লাউ নিয়ে খাচ্ছেন। আর আমিও সেদিন থেকে লাউ এর প্রতি আসক্ত হয়ে উঠি। (মুসলিম, ২০৬১; বুখারি, ৫০৬৪)
সামুদ্রিক মাছ : মহানবী (সা.) সাগরের মাছ খেতে খুবেই পছন্দ করতেন।
#mohammad #favourite #food #butter #chess #milk #watermelon #islamic #islamichistory #documentary #islamichistory #islamicscholar #islam #islamicvideo #islamicvideo #islamicstatus islamic cartoon bangla,
islamic arabic song,
islamic attitude status,
islamic amol,
a islamic name boy bangla,
a islamic foundation,
a islamic tv,
a islamic name boy,
islamic background music no copyright,
islamic bangla gojol,
islamic background sound,
wb islamic channel,
wb islamic tv,
wb islamic studio,
wb islamic,
islamic channel,
islamic calendar,
cheleder islamic full name bangla,
cartoon islamic bangla,
cartoon islamic song malayalam,
islamic dua,
islamic drama,
islamic design,
islamic documentary bangla,
d islamic tv,
d islamic academy,
darul huda islamic university,
dua islamic,
islamic express,
islamic emotional status,
islamic emotional music background,
e islamic learning,
e islamic name,
Информация по комментариям в разработке