বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ | বাকৃবি | Bangladesh Agricultural University | BAU | Vlog 11

Описание к видео বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ | বাকৃবি | Bangladesh Agricultural University | BAU | Vlog 11

Maverick Mithun (M Square)
BAU Vlog.
beauty of Mymensingh.
Vlog 11.


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ ভ্লগ।
গত ২৪ সেপ্টেম্বর পরিবারের সবাই মিলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলায় অবস্থিত। ময়মনসিংহ জেলার বাস স্ট্যান্ড থেকে ১৫ থেকে ২০ টাকা রিকশা ভাড়ায় সহজেই কৃষি বিশ্ববিদ্যালয় যাওয়া যায়।
আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে আমরা যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। মাইক্রোবাসের ভাড়া নিয়েছিল ৩৫০০ টাকা। প্রথমে আমরা থামি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে, যেখানে ছোটবোন তার ভার্সিটি লাইফের পুরোটা সময় কাটিয়েছে।
এরপর একেএকে পশুপালন অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, বঙ্গবন্ধু চত্বর, বিজয় ৭১, মরণ সাগর টিএস সি লেক ভিউ, মুক্তমঞ্চ, শহীদ মিনার দেখে আমরা যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারের জন্য আমরা চলে যাই ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডের সারিন্দা রেস্টুরেন্টে। খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। প্রথমে আমরা যাই আম বাগান দেখতে। আম বাগান দেখা শেষ করে চলে যাই বোটানিক্যাল গার্ডেনে। দীর্ঘক্ষন বোটানিক্যাল গার্ডেনে ঘুরাঘুরির পর আমরা চলে যাই পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে। সেখানে নৌকা করে চলে যাই নদীর ওই পারে, যেখানে রয়েছে কাশফুল আর ধইঞ্চা বন। সবশেষে সন্ধ্যার দিকে বাড়ি চলে আসি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া একসময়ের প্রবল খরস্রোতা পুরাতন ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির উদ্ভিদের বিরল সংগ্রহশালা বোটানিক্যাল গার্ডেন। বাকৃবি’র গার্ডেনটিকে একনজর দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে। যা বিমোহিত করে পর্যটক ও দর্শনার্থীদের। আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেনস কনজারভেশন ইন্টারন্যাশনাল (বিজিসিআই) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন এটি।

বোটানিক্যাল গার্ডেনে
বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উদ্ভিদরাজিকে মানুষের কাছে তুলে ধরতে ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. ওসমান গণির হাত ধরে ২৫ একর (প্রায় ৭৫ বিঘা) জমি নিয়ে গার্ডেনটি যাত্রা শুরু করে। গার্ডেনটি শুধু যে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এনে দিয়েছে তাই নয়, এর মাধ্যমে পুরো ময়মনসিংহ শহরে সৃষ্টি হয়েছে নতুন মাত্রা। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা গার্ডেনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি ভ্রমণপিপাসু ও স্থানীয় বিনোদনপ্রেমীর প্রধান কেন্দ্র। বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ, চিরহরিৎ বনাঞ্চল, ঝাউ-থুজা, ঊষর মরুর বুকে প্রাণ জাগানিয়া রক গার্ডেন, শাপলা-পদ্মফুলের ঝিল, কৃত্রিম দ্বীপ, নারিকেল কর্নার, বিলুপ্তপ্রায় বাঁশঝাড়সহ বিচিত্র উদ্ভিদের সমাহার এখানে।
Email: [email protected]
Facebook:   / debasis.chakraborty.94  
Facebook Page:   / maverick.mithun1986  
Instagram:   / debasismithun   /
Music Credit :
Youtube Audio Library
===============================
Thanks all.

Комментарии

Информация по комментариям в разработке