পিথাগোরাসের জীবনী।। Biography of Pythagoras।।Shafiq Islam

Описание к видео পিথাগোরাসের জীবনী।। Biography of Pythagoras।।Shafiq Islam

পিথাগোরাসের জীবনী|| Biography of Pythagoras

পিথাগোরাসের নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে।
পিথাগোরাস গণিতের একটি বিখ্যাত সূত্র আবিষ্কার করেন । সেই বিখ্যাত সেই সূত্রটি হলো ‘একটি সমকোণী ত্রিভুজের অতিভূজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান।’ এই সূত্রটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। গণিতের এই সূত্রটিই পিথাগোরাসকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দেয়। ---
পিথাগোরাসকে আমরা একজন গণিতবিদ হিসেবেই জানি। কিন্তু পিথাগোরাস কেবল একজন গণিতবিদই ছিলেন না। তিনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, শিক্ষক, সঙ্গীতজ্ঞ, ধর্মগুরু এবং রাজনৈতিক নেতাও। ---
সঙ্গীতের সাথে সংখ্যার সম্পর্ক আবিষ্কার করতে পেরে পিথাগোরাস অভিভূত হয়ে পরেন। তিনি বুঝতে লাগলেন সংখ্যার সাথে জীবনের গভীর সম্পর্ক রয়েছে। তিনি ভাবতে লাগলেন সংখ্যার সাথে মহাবিশে^রও রয়েছে গভীর সম্পর্ক।
পিথাগোরসকে সংখ্যাতত্ত্বের জনক মনে করা হয়। তিনি নানান রকমের সংখ্যা আবিষ্কার করেন। তিনি সংখ্যাকে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা এই দুই শ্রেণিতে ভাগ করেন। এছাড়াও তিনি আবিষ্কার করেন ত্রিভূজাকার সংখ্যা, আয়াতাকার সংখ্যা, বর্গ সংখ্যা, শিষ্ট সংখ্যা।
--- কিন্তু অল্পদিনেই পিথাগোরাসের দর্শনের ভীত নড়বড়ে হয়ে ওঠে। জ্যামিতির যে উপপাদ্যটি পিথাগোরাসকে খ্যাতির শীর্ষে নিয়ে যায় সেই উপপাদ্যটিই তার দর্শনের মূলে আঘাত করে। আর এই সত্য আবিষ্কার করেন তাঁরই এক শিষ্য। এই শিষ্যের নাম হিপ্পাসাস।
হিপ্পাসাস আবিষ্কার করেন, ‘একটি সমকোণী ত্রিভূজের ছোট দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য যদি এক একক করে নেয়া তাহলে অতিভূজের মানটি আর সাধারণ মান থাকে না। অতিভূজের দৈর্ঘ্যটি তখন রহস্যময় হয়ে যায়। একে আর পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ দিয়ে লেখা যায় না।’
পিথাগোরাস একদিন ঘোষণা করেছিলেন ‘সকল কিছুই সংখ্যা থেকে সৃষ্ট। এবং সবকিছুকেই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়’।
অথচ পিথাগোরাসের সূত্র থেকেই এমন এক রহস্যময় সংখ্যার জন্ম হলো যা তার দর্শন থেকে সম্পূর্ণ ভিন্ন!! এই সত্য কী করে মেনে নেবেন তিনি? তিনি অসহায় বোধ করতে লাগলেন।
এই তথ্য প্রকাশ না করার জন্য পিথাগোরাস সবাইকে হুশিয়ার করে দিলেন।
কিন্তু হিপ্পাসাস পিথাগোরাসের এই বারণ মেনে নিতে পারেন নি। তিনি সত্য প্রকাশ করে দেন। হিপ্পাসাস পিথাগোরাসের কাছে বিশ^স্ত থাকার পরিবর্তে সত্যের কাছে বিশ^স্ত থাকাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন।
পিথাগোরাস শিষ্যের এই আচরণ মেনে নিতে পারেন নি।
জানা যায় এই অপরাধের শাস্তি হিসেবে পিথাগোরাস হিপ্পাসাসকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। অকালে প্রাণ হারান হিপ্পাসাস। কিন্তু গণিতের ইতিহাসে হিপ্পাসাস আজও অমর। হিপ্পাসাসকে আজও অমূলদ সংখ্যার জনক হিসেবে স্মরণ করা হয়।
হিপ্পাসাসের মৃত্যুর অল্প কিছুদিনের মধ্যেই পিথাগোরাসের জীবনে করুণ পরিণতি নেমে আসে ।
তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।
একদিন কিছু সংখ্যক দুষ্কৃতিকারী পিথাগোরাসকে ধাওয়া করে। তাঁর আস্তানা পুড়িয়ে দেয়। পিথাগোরাস প্রাণভয়ে পালাতে থাকে।
দৌড়াতে দৌড়াতে পিথাগোরাস একটি মটরশুটি ক্ষেতের সামনে উপস্থিত হয়।
পিথাগোরাসের ধর্মমতে মটরশুটি খাওয়া পাপ। তাইতো মটরশুটি ক্ষেত মাড়ানো মহাপাপ। পিথাগোরাস মটরশুটি ক্ষেত মাড়াতে পারলেন না। নিজের নিয়মে নিজেই বন্দী হয়ে গেলেন। মটরশুটি ক্ষেতের সামনে ঠায় দাঁড়িয়ে রইলেন পিথাগোরাস। আর সেখানেই তাঁকে হত্যা করা হয়।
এভাবেই পিথাগোরাসের জীবনের পরিসমাপ্তি ঘটে।
পিথাগোরাসের মৃত্যুর পরে তাঁর ধর্মীয় মতবাদ প্রায় পাঁচশ বছর কোনোমতে টিকে ছিল। কিন্তু গণিতের যে সূত্রটি তিনি আবিষ্কার করেছিলেন, তা এখনও পৃথিবীর সর্বত্রই প্রচলিত। এই সূত্রটিই তাঁকে বাঁচিয়ে রেখেছে এবং বাঁচিয়ে রাখবে অনাগত কাল।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#Sharp_Math
#Shafiq_Islam
#Biography_of_Mathematicians

Комментарии

Информация по комментариям в разработке