Biharinath Shiv Mandir || Biharinath Bankura || Bankura West Bengal ||

Описание к видео Biharinath Shiv Mandir || Biharinath Bankura || Bankura West Bengal ||

বিহারীনাথ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড়। এই অঞ্চলটি জেলার অন্যতম গভীর বনাঞ্চলও বটে। এই পাহাড়ের উচ্চতা ৪৫১ মিটার (১,৪৮০ ফুট)। বিহারীনাথ বাঁকুড়া শহর থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) এবং শালতোড়া শহর থেকে ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত। বিহারীনাথ এলাকায় কিছু প্যালিওলিথিক প্রত্নসামগ্রী উদ্ধার হয়। এর পর থেকেই এই পাহাড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি পুরাতাত্ত্বিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। বিহারীনাথ পাহাড়ের পাদদেশ অংশটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ০.৫০ হেক্টর আয়তনের একটি ছোটো জলাধারকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বিহারীনাথের নিকটে একটি প্রাচীন জৈন মন্দিরও আছে।এই অঞ্চলে ভূগর্ভে কয়লা সঞ্চিত রয়েছে। বিহারীনাথ ব্লক দামোদরোত্তর অঞ্চলের রানিগঞ্জ কয়লাক্ষেত্রের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত। পুরো অঞ্চলটিই পলিমাটিতে ঢাকা।

বিহারীনাথ : পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা
****************************************
বিহারীনাথ পাহাড় (Biharinath Hill) হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি পাহাড়, যা 'পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা' (Araku Valley of West Bengal) নামে পরিচিত। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের অন্তর্গত বিহারীনাথ পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫১ মিটার৷ সবুজে মোড়া পাহাড়, পাখির কলতানে মুগ্ধ অরণ্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার সাথে এই অঞ্চলের কিছু সাদৃশ্য রয়েছে। তাই, এই অঞ্চল 'পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা' নামে পরিচিত। উল্লেখ্য, আরাকু উপত্যকা এবং বিহারীনাথ পাহাড় উভয়ই পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত। আর্কিয়ান যুগের আগ্নেয় শিলা দ্বারা গঠিত বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

Комментарии

Информация по комментариям в разработке