পাখির চোখে সহস্রধারা ঝর্ণা ২ | Sohosrodhara Waterfalls | Drone View | Travel With Amdad.

Описание к видео পাখির চোখে সহস্রধারা ঝর্ণা ২ | Sohosrodhara Waterfalls | Drone View | Travel With Amdad.

August 08 2021

সহস্রধারা- ২ ট্রেইল | Sohosrodhara Waterfall.

সহস্রধারা-১ নামে পরিচিত ঝর্ণাটি সীতাকুণ্ড ইকোপার্কে অবস্থিত। তবে মূল সহস্রধারা ঝর্ণা বলতে সহস্রধারা-২ ঝর্ণাটিকেই বোঝায়। মোটামুটি পরিচিত ও সীতাকুণ্ডের বাকি সব ট্রেইলের চেয়ে সহজতম ট্রেইল এটি। সহস্রধারা-২ ঝর্ণা ছাড়াও এই ট্রেইলে পাবেন সহস্রধারা লেক, বুদবুদকুণ্ড, পুরনো মন্দির।
সবুজের স্বর্গভূমি, পাহাড় দ্বারা বেষ্টিত স্বচ্ছ পানির সহস্রধারা লেকটি অসাধারণ। চাইলে সেখানে নৌকা দিয়ে লেকের মাঝখানে গিয়ে নির্মল বাতাস আর লেকের সৌন্দর্য অবলোকন করতে পারেন। পাথুরে পাহাড়ে ঘেরা সহস্রধারা-২ ঝর্ণাটি অনেক উঁচু।

যেভাবে যাবেন

রাতে ঢাকার কমলাপুর অথবা যেকোনো বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী বাসে উঠে সীতাকুণ্ড বাজারের আগে ছোট দারোগারহাট নামতে হবে। সুপারভাইজারকে বলে রাখবেন যেন জায়গামতো নামিয়ে দেয়। ভাড়া ৪৮০ টাকা (ননএসি)।
ট্রেনে যেতে চাইলে রাত ১০ঃ৩০টার চট্টগ্রাম মেইল ট্রেনে করে সীতাকুণ্ড স্টেশনে নেমে যেতে হবে। ভাড়া ১১০ টাকা। এখানে বলে রাখা ভালো চট্টগ্রাম মেইল ট্রেন সম্পূর্ণ লোকাল। তাই জার্নিটা আরামদায়ক হবে না। স্টেশন থেকে সিএনজি করে ছোট দারোগারহাট।
চট্টগ্রাম শহর থেকে যেতে চাইলে প্রথমে এ কে খান মোড়ে আসতে হবে। সেখান থেকে ঢাকাগামী অথবা ফেনীগামী বাসে করে সীতাকুণ্ড বাজারের পরে ছোট দারোগারহাট নামতে হবে। ভাড়া ৩০-৪০ টাকা।

ছোট দারোগারহাট থেকে সিএনজি নিয়ে চলে যাবেন সহস্রধারা লেকে। রাস্তাটা ভাঙা ও উঁচুনিচু। আদর্শপাড়া জামে মসজিদের সামনে গিয়ে সিএনজি দিয়ে আর যাওয়া যায় না। এখানে নেমে যেতে হবে। ভাড়া জনপ্রতি ১৫ টাকা। এখান থেকে ২০-২৫ মিনিট হাঁটার পথ। এরপরই দেখতে পাবেন সহস্রধারা লেকে ওঠার জন্য সিঁড়িপথ।
এরপর নৌকা দিয়ে ১০ মিনিট লেক পার হলেই সহস্রধারা ২ ঝর্ণার দেখা মিলবে।

#Sohosrodhara2 #Waterfall #সহস্রধারা #droneview #travelwithamdad #beautyofbd #waterfallsmirsarai #chittagongwaterfalls #bestwaterfallschittagong #dijmavicview #topview #travelbd

Thumbnail Photographs: Ibrahim Nishan

Join My Facebook: www.facebook.com/travelwithamdad
Phone: +8801824288449
Website: www.amdadphoto.com

Комментарии

Информация по комментариям в разработке