সাঈদ আহমাদের বাছাইকৃত সেরা ৫ টি গজল | Sayed Ahmad | Top 5 Ghazals Selected

Описание к видео সাঈদ আহমাদের বাছাইকৃত সেরা ৫ টি গজল | Sayed Ahmad | Top 5 Ghazals Selected

মুফতি সাঈদ আহমাদের বাছাইকৃত সেরা ৫ টি গজল | Sayed Ahmad | Top 5 Ghazals Selected

Ful Lyrics :
Gojol {1}

তারাভরা ঐ নীল আসমান
মুগ্ধকরা ঐ পাখীরও গান
যেদিকে তাকাই শুধু দেখি আমি
তব অনুদান তব অনুদান‏

সবুজঘেরা এই পৃথীবিটা
দেখলে মনে পড়ে তোমার কথা
তোমার তুলোনা শুধুই তুমি
তোমার দয়া সেতো হলো অফুরান

ডানা মেলে পাখি উড়ে তোমার নামে
নদী বহে নিরবধি তোমারই নামে

ঐ আকাশ জমিন তুমি করিলে সৃজন
প্রিয়তম নেই কেউ তোমার মতোন
তোমার সিফাত গাওয়া শেষ হবেনা
তুমি রহমান ওগো মহা মহিয়ান

২০০৬ সালে লেখা সুর করা জীবনের প্রথম সংগীত
২০০৭ এ কলরব থেকে প্রকাশিত

Gojol {2}

সুখের দিনেও মোরা খুজিগো তোমায়
দুখের দিনেও মোরা স্বরিগো তোমায়
তুমি যে মোদের প্রিয় নবী
তোমায় কাছে পেতে পাগল সবাই

পথহারা মানুষের পথিক হয়ে
এসেছিলে ধরাধামে কোরান নিয়ে
তোমার পথের পথিক হয়ে
জীবন গড়ার স্বপ্ন সাজাই

দেখিনি কোনোদিন শুনেছি শুধু
তুমি যে ছিলে বড় আপন প্রভুর
রোজহাশরে বিচার দিনে
তোমার শাফায়াত যেনগো পাই

Gojol {3}

কেয়ামতে আল্লাহ তুমি দিওগো দিদার
চাইনা বেহেশ্ত তোমার কাছে
চাই করুনা তোমার

আমি যে পাপী বান্দা
চোখ থেকেও হলাম আন্ধা
দুনিয়ার ভার মাথায় লইয়া
তোমার কথা যাই ভুলিয়া
পুলছিরাতে আল্লাহ তুমি
করিওগো পার

পার এ পূন্যের হিসাব যদি করো
পাপের বোঝা হবে অনেক বড়
দয়াল তুমি দয়া করো
সকল গুনাহ ক্ষমা করো
করুনার ই সাগর তুমি
তোমার দয়ায় আছি আমি
এই দুনিয়ায় তুমি ছাড়া
কে আছে আমার

Gojol {4}

আকাশ কথা বলে উদারতার
সাগর কথা বলে গভীরতার
ঝরনা কথা বলে চঞ্চলতার
মাটি কথা বলে প্রাঞ্জলতার

শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা

ছলছল সুরে নদী এগিয়ে যাওয়ার গান গায়
বৃষ্টির বর্ষণে মমতার সুর শোনা যায়
নিঃস্বার্থতা শিখি বৃক্ষের ছায়ায় ছায়ায়
স্নিগ্ধতা খুঁজে পাই প্রভাতের হাওয়ায় হাওয়ায়

অগ্নি কথা বলে জ্বলে ওঠার
ঝঞ্ঝা কথা বলে দ্রুত ছোটার
পাহাড় কথা বলে অটলতার
পুষ্প কথা বলে ন্যায় সততার

শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা

পিঁপড়ের কাছে শিখ অধ্যাবসায় সাধনা
মৌমাছি হতে নাও একতার অনুপ্রেরণা
সচেতনতার পাট নিতে পারো হরিণ থেকে
সহনশীলতা শিখ মরুর ঐ উষ্ট দেখে

চন্দ্র কথা বলে কোমলতার
বৃক্ষকথা বলে সজীবতার
দিবস কথা বলে উজ্জ্বলতার
রাত্রি কথা বলে নীরবতার

শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা

Gojol {5}

পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসেনাতো ফিরে
তেমনি আমিও হারিয়ে যাবো
আসবোনা কভু ফিরে

কত মায়া স্নেহপ্রীতি কত স্মৃতিগানে
মুখরিত ছিলো এই অঙ্গন
কালের আবর্তে ছিড়বে নাতো
আমাদের প্রীতির এ বন্ধন
চিনবেতো কোনোদিন দেখা হলে
আশা যাওয়া পথের দ্বারে

ঐ চাঁদ ঐ তারা ঐ আসমান
সবি রবে আগের মতোন
থাকবোনা আমি শুধু
ক্ষনিকের মিছে এই জিবন
তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়
আমার এ রিদয় জুড়ে

Комментарии

Информация по комментариям в разработке