সমাজসেবা অধিদফতর বয়স্ক ভাতার অনলাইন আবেদন ২০২৩ | old Age Allowance online Application-2023
#সমাজসেবা_অধিদফতর_বয়স্ক_ভাতার_অনলাইন_আবেদন_২০২৩
#old_Age_Allowance_online_Application_2023
#Rangatech
Tag ||
সমাজসেবা অধিদফতর বয়স্ক ভাতার অনলাইন আবেদন ২০২৩,
old Age Allowance online Application-2023,
old Age Allowance-2023,
সমাজসেবা অধিদফতর,
বয়স্ক ভাতার অনলাইন আবেদন ২০২৩,
বয়স্ক ভাতার আবেদন ২০২৩,
বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২৩,
বয়স্ক ভাতা,
অনলাইন আবেদন,
old Age Allowance,
old Age Allowance online application,
DSS,
সমাজসেবা,
সমাজসেবা ভাতা আবেদন,
সমাজসেবা অনলাইন ভাতা আবেদন,
সমাজসেবা অনলাইন বয়স্ক ভাতা আবেদন,
বিধবা ভাতা অনলাইন আবেদন,
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন,
সমাজিক নিরাপত্তা কার্যক্রম,
বয়স্ক ভাতা কার্যক্রম,
Department of Social Services,
Department of Social Services (DSS),
বয়স্ক ভাতা আবেদন ফরম,
বয়স্ক ভাতা আবেদনের শেষ তারিখ,
বয়স্ক ভাতা কার্ড চেক,
য়স্ক ভাতা আবেদন যাচাই,
বয়স্ক ভাতা প্রার্থী নির্বাচনের মানদন্ড:
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা:
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী:
(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
(৪) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
(৫) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
(৬) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
বিঃ দ্রঃ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে কোন বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্যতা:
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
Информация по комментариям в разработке