রানী ভবানীর স্মৃতি বিজড়িত বড়নগর গ্রাম ।। মুর্শিদাবাদ ।। 2024 এ দেশের সেরা পর্যটন গ্রাম ।।

Описание к видео রানী ভবানীর স্মৃতি বিজড়িত বড়নগর গ্রাম ।। মুর্শিদাবাদ ।। 2024 এ দেশের সেরা পর্যটন গ্রাম ।।

রানী ভবানীর স্মৃতি বিজড়িত বড়নগর গ্রাম ।। মুর্শিদাবাদ ।। 2024 এ দেশের সেরা পর্যটন গ্রাম ।।

ভারতের সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম বড়নগর ভ্রমণ ।। আজিমগঞ্জের রাজবাড়ি ।। মুর্শিদাবাদ ।। রানী ভবানী ।।


অষ্টাদশ শতকে মুর্শিদাবাদের বারাণসী বলে মনে করা হতো এই বড়নগরকে। রাণী ভবানীর স্মৃতি বিজড়িত স্থান হলো এই বড়নগর। মুর্শিদাবাদ জেলার আজীমগঞ্জ সিটি স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে এই বড়নগর । জিয়াগঞ্জে থেকে দেবীপুর ঘাটে ভাগীরথী পার হয়েও বড়নগর আসা যায়। কলকাতা বা উত্তরবঙ্গ থেকে বাসে বা ট্রেনে পৌঁছনো যায় আজিমগঞ্জে। আগে বড়নগর ছিল রাজসাহী জমিদারীর অন্তর্গত এবং তখন এখানেই ছিল জমিদারীর সদর দপ্তর। রাজা উদয়নারায়ণের পর রাজসাহী জমিদারীর মালিক হয় নাটোর রাজবংশ। এই রাজপরিবার ছিল মৈত্র বংশীয় বারেন্দ্র ব্রাহ্মণ। ১৭৩০ সালে রামজীবনের মৃত্যুর পর এই বিশাল জমিদারীর মালিকানা পান রামকান্ত ও তাঁর স্ত্রী রাণী ভবানী । রাজসাহী জেলার ছাতিম গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যা ছিলেন রাণী ভবানী। রামকান্ত ছিলেন সৎ, ধান্মিক এবং উদার। অভিজ্ঞ দেওয়ান দয়ারাম জমিদারীর সব কাজ পরিচালনা করতেন। ১৭৪৮ সালে মারা যায় রামকাস্ত। রাণী ভবানীর বয়স তখন মাত্র ৩২ বছর। এই সময় থেকেই জমিদারীর দায়িত্ব নিতে হয় তাকে। মাত্র কয়েকজন বিশ্বস্ত কর্মচারীর সহায়তায় রাণী ভবানী নিজেই জমিদারীর কাজ দেখাশুনা করতেন। প্রজাদের অভাব অভিযোগের প্রতিকার করতেন, দুস্থ, অসহায় দরিদ্র জনগণকে অকাতরে সাহায্য করতেন। জনগণের সুবিধার্থে তৈরী করে দিয়ঞ্ছিলেন রাস্তা, পুকুর ইত্যাদি। ছিয়াত্তরের মম্বস্তরের সময়ও দূর্ভিক্ষ পীড়িত জনগণকে অকাতরে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বহু ধার্মিক হিন্দু এবং মুসলমানকেও নিষ্কর জমি দান করেছেন রাণী ভবানী। বড়নগর, ভবানীপুর, বেনারস ও নাটোরে তৈরী করেছে বছু দেবমন্দির। এই সব মন্দিরের পরিচালনার জন্য দান করেছে প্রচুর ভূ-সম্পত্তি। পুজা-পাঠ-অর্চনা এবং জনসেবাই ছিল রাণী ভবানীর জীবনের ব্রত। দান ও বদান্যতার জন্য এই হিন্দু রমণী ইতিহাসে চিরস্মর হয়ে আছেন।

গঙ্গেশ্বর জোড়বাংলা মন্দির | বড়নগর | আজিমগঞ্জ | মুর্শিদাবাদ | Jor Bangla Temple | Baranagar | Azimganj | Murshidabad

#jorbanglamandir​ #জোড়বাংলামন্দির​ #বড়নগর​ #আজিমগঞ্জ​ #baranagar​ #azimganjtour​ #murshidabadtouristplace​ #deepartha​ #সম্পূর্ণতথ্য​ #terracotta​ #টেরাকোটা​ #fullinformation​
#রাণী_ভবানী​##Rani_Bhabani​##murshidabad_tourism​#Murshidabad_Travel_guide​#Katra_Masjid​#Historical_Murshidabad​#azimganj_murshidabad_west_bengal​#Jiaganj_Azimganj​#Char_Bangla_group_of_temples​#চার_বাংলা_মন্দির_আজিমগঞ্জ​#murshidabad_district​#imambara​#Nababofbengal​#sirajuddaula​#lমানস_বাংলা​#Manas_Bangla​#Terracotta​#চার_বাংলা_মন্দির​#Rani_Bhabani_Temple​#baranagar_char_bangla_mondir​

Комментарии

Информация по комментариям в разработке