ক্রিকেট বিশ্বের যেসব ক্রিকেটাররা ধর্ম পরিবর্তন করেছেন | Cricketers Who Converted Their Religion

Описание к видео ক্রিকেট বিশ্বের যেসব ক্রিকেটাররা ধর্ম পরিবর্তন করেছেন | Cricketers Who Converted Their Religion

ক্রিকেট বিশ্বের যেসব ক্রিকেটাররা ধর্ম পরিবর্তন করেছেন | খেলোয়াড়দের ধর্ম পরিবর্তন

সবাইকে স্বাগতম Utshob Sports চ্যানেলে,

একটি মানুষের চরিত্রের প্রতিফলন হিসেবে ধর্মও কাজ করে থাকে, আর জন্মের পর থেকেই প্রত্যেকটি মানুষ উত্তরাধিকার সূত্রে বিভিন্ন ধর্মের অনুসারী হয়। ক্রিকেট খেলাতেও বিভিন্ন ধর্মালম্বী মানুষ দেখা যায়, তবে এমন কিছু ক্রিকেটার আছেন যারা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজ ধর্ম ত্যাগ করেছেন। এমন সব বিখ্যাত ও নামিদামি কিছু খেলোয়াড়দের ধর্ম পরিবর্তন নিয়ে আমাদের আজকের আয়োজন এই ফাকে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা subscribe করে নিন এবং খেলা সম্পর্কিত সব ধরনের ভিডিও সবার আগে পেতে বেল বাটন টি অন করে রাখুন,,,,

##মোহম্মদ ইউসুফ ( পাকিস্তান)
ইউসুফ ইয়োহানা নামে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয় ক্যারিয়ার শুরু করেন পাকিস্তানি এই ক্রিকেটার। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা চতুর্থ খ্রিস্টান এবং পঞ্চম অমুসলিম ক্রিকেটার। ২০০৫ সালে তিনি নিজেই ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহম্মদ ইউসুফ.। ইসলাম গ্রহণের পর থেকেই তিনি একজন ধর্মপ্রান মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিলকারাত্নে দিলশান (শ্রিলঙ্কা)
শ্রিলঙ্কা দলের অন্যতম ব্যাটিং ভরসার নাম ছিলো তিলকারাত্মে দিলশান। তার বাবা মুসলিম ছিলেন কিন্তু মা ছিলেন বৌদ্ধ। বাবা মায়ের ছাড়াছাড়ির পর তার মা স্ব ধর্মে ফিরে যান। দিলশান মায়ের সঙ্গে থেকে যান আর ষোলো বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের দিক্ষায় দীক্ষিত হন । মুসলিম থাকা কালে তার নাম ছিল তোয়ান মোহাম্মদ দিলশান

#ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিন আফ্রিকার এই পেসার ২০১১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। পার্নেল জানিয়েছিলেন তার কোনো মুসলিম সতীর্থের মাধ্যমে প্রভাবিত হয় নয় বরং ধর্ম সম্পর্কে দীর্ঘ সময় যাবৎ অধ্যয়ন করার পর নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহন করার পর তিনি তার নাম পরিবর্তন করে রেখেছেন অয়েন অয়ালীদ পার্নেল। মুসলমান হওয়ার পর তিনি স্ত্রীসহ হজ্ব ও পালন করেছেন।

সুরাজ রন্দীপ (শ্রিলংকা)
শ্রীলঙ্কার হয়ে ১২ টি টেস্ট ও ৩০ টি ওয়ানডে খেলা এই ডানহাতি অফ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬ টি উইকেট শিকার করেছেন। শ্রীলঙ্কার এই খেলোয়াড় একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। মুসলিম থাকাকালীন তার নাম ছিল মোহাম্মদ সুরাজ। সুরাজ পরবর্তীতে ২০১০ সালে বৌদ্ধ ধর্ম গ্রহন করেন এবং সুরাজ রন্দীপ হিসেবে পরিচিতি লাভ করেন
মাহমুদুল হাসান (বাংলাদেশ)
মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদুল হাসান। বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা এই সাবেক পেসার ২০০৪ সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন। এই ব্যাপারে তিনি জানিয়েছিলেন ছোট বেলা থেকেই ইসলাম ধর্মের অনুরাগী হওয়ার কারনেই তিনি এই ধর্ম গ্রহন করেছেন। বই পড়ে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছেন, ছোট বেলায় রোজাও রাখতেন, ইসলাম ধর্ম গহনের পূর্বে তার নাম ছিল বিকাশ রঞ্জন দাস।

If any one copies any content from this channel then, Legal Action Will be taken for copyright issue

Music : YouTube Library

Thanks for Watching

Комментарии

Информация по комментариям в разработке