মেঘনাদবধ কাব্য।। সংক্ষিপ্ত বিবরণ।। মাইকেল মধুসূদন দত্ত। Meghnadbodh Kabyo।। Michael Madhusudan Dutt।

Описание к видео মেঘনাদবধ কাব্য।। সংক্ষিপ্ত বিবরণ।। মাইকেল মধুসূদন দত্ত। Meghnadbodh Kabyo।। Michael Madhusudan Dutt।

সনেট কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য। হিন্দু পুরাণের মহাকাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে মেঘনাদবধ মহাকাব্যটি রচিত হয়েছে। ১৮৬০-১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা করেন। ১৮৬১ সালে মহাকাব্যটি দুই খণ্ডে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ১৮৬৯ সালে ষষ্ঠ সংস্করণে সম্পূর্ণ কাব্যটি একত্রে প্রকাশিত হয়। এই মহাকাব্য রচনায় ভাবনার ক্ষেত্রে কবি বেশ আধুনিকতার পরিচয় দিয়েছেন। প্রাচ্য ও পাশ্চাত্য উপকরণের সংমিশ্রণে বাংলা গতানুগতিক কাব্যের ধারায় আমূল পরিবর্তন ঘটিয়ে কবি মেঘনাদবধ মহাকাব্যটি রচনা করেন। বস্তুত এটি গ্রিক আদর্শে রচিত প্রথম সার্থক বাংলা মহাকাব্য। হিন্দু পুরাণের মহাকাব্য রামায়ণে দেবতা রামচন্দ্রকে নায়ক হিসেবে বর্ণনা করে রাবণকে অত্যাচারী রাক্ষস হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু মেঘনাদবধ কাব্যে কবি রামায়ণের নায়ক দেবতা রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণকারী রাক্ষস রাবণকে উল্লেখ করেছেন মহাবীর, স্নেহময় পিতা, ভাই এবং প্রজাপালক রাজা হিসেবে। আর রাবণপুত্র মেঘনাদকে উল্লেখ করেছেন অসম সাহসী বীর হিসেবে। দেবতা রামচন্দ্র ও লক্ষ্মণ এখানে রাবণের রাজ্য আক্রমণকারী ও অন্যায় যুদ্ধে লিপ্ত হত্যাকারী হিসেবে চিত্রিত হয়েছে। মূলত লক্ষ্মণ কর্তৃক অন্যায়ভাবে মেঘনাদকে হত্যার ঘটনাটি এই কাব্যের মূল প্রতিপাদ্য। কবি এখানে রাবণের দিক থেকে পুরো ঘটনাটি তুলে ধরেছেন। আর সে দৃষ্টিকোণ থেকেই মহাকাব্যটি ভিন্নধারার রূপ পায়। মেঘনাদবধ কাব্য কবির প্রিয় অমিত্রাক্ষর ছন্দে রচিত।

আমি এই পুরো মহাকাব্যটিকে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা শুনলে অবশ্যই উপকৃত হবেন।

মেঘনাদবধ কাব্যের সর্গ বিভাজন:
মোট সর্গ নয়টি
--------------------
0:00 পূর্বকথা
4:17 প্রথম সর্গ (অভিষেক)
10:05 দ্বিতীয় সর্গ (অস্তলাভ)
16:06 তৃতীয় সর্গ (সমাগম)
21:29 চতুর্থ সর্গ (অশোকবন)
28:49 পঞ্চম সর্গ (উদ্যোগ)
34:52 ষষ্ঠ সর্গ (বধ)
44:07 সপ্তম সর্গ (শক্তিনির্ভেদ)
52:07 অষ্টম সর্গ (প্রেতপুরী)
57:09 নবম সর্গ (সংষ্ক্রিয়া)
1:07:21 সমাপ্তি

#Meghnad_Badh_Kavya
#Bangla_Literature
#Department_of_Bangla
#মেঘনাদবধ_কাব্য
______________
👉For business inquiries: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке