গরমে পাখি হাপাচ্ছে করনীয় কি | গরমে ফিঞ্চ পাখি পালন পদ্ধতি গরমে পাখির যত্ন ৩ টি টিপস

Описание к видео গরমে পাখি হাপাচ্ছে করনীয় কি | গরমে ফিঞ্চ পাখি পালন পদ্ধতি গরমে পাখির যত্ন ৩ টি টিপস

দেখুন অস্বাভাবিক গরমের কারণে আমার ফিঞ্চ পাখিগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আর হাঁসফাঁস করছে ‌| আর এমন তীব্র দাবদাহের কারণে অনেকের পাখি মারা যাচ্ছে বলে আমার কাছে কমেন্ট আসছে। । এই অতিরিক্ত গরমে কিভাবে পাখিগুলোকে রাখতে হবে। এবং কি করলে পাখিগুলো একটু আরাম পাবে তাই বলবো আজকের ভিডিওতে। ভিডিওটিতে আমি গরমে ফিঞ্চ পাখির যত্ন কিভাবে নিতে হয় তার ৩ টি আলাদা আলাদা উপায় শেয়ার করবো। যদি আপনি এই তিনটি উপায়ে আপনার পাখিগুলো যত্ন নিতে পারেন তবে এই গরমে আপনার পাখির অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই ভিডিওতে দেখানো উপায় গুলো ফিন্স বাজরিগার সহ বেশিরভাগ পাখির জন্য ই সমানভাবে প্রযোজ্য। তাই না টেনে পুরো ভিডিও টি দেখতে থাকুন।

১, গোসলের ব্যাবস্থা করে দিন

আপনার পাখিকে গোসলের পানিদিন। ফিঞ্চ পাখিকে যদি আপনি গোসল করার ব্যবস্থা করেন না দেন তবে আস্তে আস্তে তাদের পালকগুলো দুর্বল হয়ে যায় এবং একটা সময় শরীর থেকে পালক পড়ে যায়। তাই এ পাখিটির ক্ষেত্রে নিয়ম হলো শীত গ্রীষ্ম বর্ষা বছরের সব সময় গোসলের ব্যবস্থা করে দিতে হবে। আর এরা গোসল করতে ভালোবাসে। সাধারণ টাইমে সপ্তাহের তিন দিন গোসল করালেই চলে কিন্তু বর্তমানে অতিরিক্ত তীব্র গরমের মধ্যে তাদের প্রতিদিন গোসল করানোটা জরুরি । দেখুন একটা মাঝারি সাইজের পাত্রে আমি ওদের গোসলের পানি দিয়েছি। আসলে ফিনান্স পাখির ক্ষেত্রে পাখির একটি ছোট হলেও ওরা একটু বড় পাত্রে গোসল করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। দেখুন আমার পাখিগুলো কিভাবে গোসল করছে। ওরা পুরো পানিতে নেমে শরীর ঝাকিয়ে গোসল করতে ভালোবাসে। এই ধরনের মোটামুটি মাঝারি সাইজের একটা পাত্রে এক থেকে দেড় ইঞ্চি গভীরতার পানি দিয়ে গোসল করতে দিবেন। সো প্রথম টিপস্ টি হলো এমন গরমের মধ্যে প্রতিদিন গোসলের পানি দিবেন। যদি আপনার কাছে স্প্রে থাকে তবে দিনে একবার দুইবার করে স্প্রে দিয়ে শরীর হালকা বিছিয়ে দিবেন।

২, পাখির থাকার জায়গা ঠান্ডা রাখুন

প্রিন্স পাখি থাকার জায়গা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পাখিকে এমন জায়গায় রাখবেন না যেখানে সরাসরি প্রচন্ড তাপ আসে। আসলে আমি পাখির খাঁচা এবং আশপাশ ঠান্ডা রাখার জন্য যে কাজটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা সুতি কাপড় নিবেন কাপড়টা যতটুকু বেশি ভাঁজ করা যায় বা যত বেশি কাপড় হয় ততই সুবিধা হয়। এরপর এই কাপড়টাকে পানিতে ভিজিয়ে আপনার পাখির খাঁচার উপর দিয়ে দিয়ে দিবেন। আসুন আমি আপনাদের প্র্যাকটিকালি দেখাই কিভাবে কাজটা করতে হবে_______

Комментарии

Информация по комментариям в разработке