আত্মরক্ষার অধিকার | Right of private defence | Sections: 96-106 | Penal Code | Self defence

Описание к видео আত্মরক্ষার অধিকার | Right of private defence | Sections: 96-106 | Penal Code | Self defence

অন্যের আক্রমণ হতে নিজের শরীর ও সম্পত্তি রক্ষার অধিকার সকল স্বাধীন, সভ্য ও গণতান্ত্রিক সমাজেই সর্বজনস্বীকৃত একটি অধিকার হিসেবে পরিগণিত হয়। এই অধিকারের অংশ হিসেবেই এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনি যদি কারো কোনোপ্রকার ক্ষতিসাধন করেন, এমনকি যদি কারো মৃত্যু পর্যন্তও সংঘটিত করেন, তাহলেও আদালত আপনাকে দোষীসাব্যস্ত করতে পারে না, উল্টো আদালত এমন অপরাধকে বৈধ বলে স্বীকৃতি প্রদান করে। ১৮৬০ সালের পেনাল কোড বা দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ে “আত্মরক্ষার অধিকার সম্পর্কিত” শিরোনামে এই ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করা হয়েছে ৯৬ থেকে ১০৬ ধারায়। আইন—শিক্ষার্থী এবং অনুসন্ধিৎস্যু সাধারণ জনগণের বোধগম্যতার স্বার্থে আমরা আইনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি উদাহরণসহ সহজ ও সাবলীলভাবে উপস্থাপনা করেছি এই এপিসোডে। আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর আত্মরক্ষার অধিকার সম্পর্কিত বিধানগুলো আর পরিস্কার হয়ে ধরা দিবে আবছা মনে।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ইসমত শারমীন এরিন, পাঠ করেছেন মিশকাত শুকরানা এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#lawtubebd # Rightofprivatedefence #legaleducation #lawstudents #law

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке