“একবার প্রেমভরে জয় সীতারাম বলগো সবাই” ~ "PREMBHORE JAI SITARAM BOLOGO SOBAI"

Описание к видео “একবার প্রেমভরে জয় সীতারাম বলগো সবাই” ~ "PREMBHORE JAI SITARAM BOLOGO SOBAI"

“একবার প্রেমভরে জয় সীতারাম বলগো সবাই”
কণ্ঠ – কিঙ্কর কৃষ্ণময় , কিঙ্কর চৈতন্যানন্দ
নিবেদনে- ওঙ্কারনাথ সংস্কৃতি সঙ্ঘ
সঙ্গতে - শ্রী দুর্বাদল মুখোপাধ্যায়, শ্রী অংশুমালি পাল, শ্রী সুভাস কোলে।
নিবেদনে- ওঙ্কারনাথ সংস্কৃতি সংঘ
🙏JAI GURU JAI SITARAM🙏
"PREMBHORE JAI SITARAM BOLOGO SOBAI"

Vocalist- Kinkar Krishnamoy (Sri Sudipta Mukherjee), Kinkar Chaitanyananda (Sri Subhadip Bhattacharya)
Tabla- Sri Durbadal Mukherjee
Keyboard- Sri Anshumali Pal
Percussion- Sri Subhas Koley
Presented by- Omkarnath Sanskriti Sangha

Lyrics-
একবার প্রেমভরে জয় সীতারাম বলগো সবাই
সীতারামের চরণ বিনা মোদের কোন গতি নাই।
লয়ে নামের বারতা‌, এলো জগতের ত্রাতা,
প্রেমরূপে অবতীর্ণ‌ শাস্ত্র করতা,
পাপী তাপী রোগী শোকী ধন্য হল রে সবাই।
তুলসীর মালা গলায়, জটার মুকুট মাথায়,
হরিনাম গেয়ে গেয়ে চলে ধুলি পায় ,
সেই ধুলিতে করিয়া স্নান আয় রে মোরা প্রাণ জুড়াই।
কত ভক্ত অগণন ,পূজে তাহার শ্রীচরণ ,
প্রভু অকাতরে বিলায় সদা নাম প্রেম ধন,
পতিতপাবন মোর সীতারাম সর্ব জীবে দেয় রে ঠাই।
দূর করি অনাচার, করে ধর্মের প্রচার,
দুষ্ট দমন করি করেন ভক্তের উদ্ধার ,
বৈকুণ্ঠনাথ এল ধরায় কি আনন্দ ওরে ভাই।
পূর্ণ ব্রহ্ম নারায়ণ, অশরণ শরণ ,
শ্রীহস্তে ওঙ্কার-দণ্ড করিছে ধারণ ,
ব্যাকুল হয়ে ডাকলে আজও হৃদয়মাঝে দেখা পাই ।।
- অর্ক

Комментарии

Информация по комментариям в разработке