কে সম্পত্তি থেকে বঞ্চিত হবে? ত্যাজ্য কন্যা-পুত্র সম্পত্তি পাবে কী? Law tips bd।
মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.
আজ আলোচনা করব সম্পত্তি কে পাবে, কে বঞ্চিত হবে? একজন সম্পত্তি পাওনাওয়ালা ব্যক্তিও কি কি কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, পিতা কর্তৃক ত্যাজ্য পুত্র-কন্যারা পিতার সম্পত্তিতে ভাগ পাবে না, ধর্মান্তরিত ব্যক্তি সম্পত্তি পাবে কি-না ইত্যাদি বিষয়ে আইনী আলোচনা নিয়ে কথা বলতে আমি--। মনে রাখবেন ১। পুত্র যদি পিতাকে অথবা যে কোন উত্তরাধিকারী যদি সম্পত্তির মালিককে ইচছাকৃত বা ভুলবশত হত্যা করে তবে হত্যাকারী নিহতের সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না; ২) একজন মুসলিম কোন অমুসলিমের সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না; ৩) ইসলাম ত্যাগকারী, মুরতাদ হয়ে গেলে সে তার মুসলিম আত্মীয়ের সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে; ৪) মৃত্যুর সময় তথা কে আগে বা কে পরে মারা গিয়েছে তার সঠিক তথ্য জানা না থাকাও উত্তরাধিকার হতে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ।
যেমন জাহাজ ডুবি অথবা কোন দালান হতে পড়ে বহু লোক একত্রে মারা গেল। এমতাবস্থায় নিহত ব্যক্তিগণ একজন অপরজনের সম্পত্তি হতে বঞ্চিত হবে। এখানে মনে করতে হবে সকলেই একসংগে মারা গিয়েছে। সুতরাং তাদের সম্পত্তি জীবিত উত্তরাধিকারীদের মধ্যে ফারায়েজ মোতাবেক বন্টিত হবে। এখানে উল্লেখ্য যে, স্বধর্ম ত্যাগ না করে ভিন্ন ধর্মের কাউকে বিশেষ বিবাহ আইনে বিয়ে করলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। একইভাবে সৎ বাবা বা সৎ মা, সৎ ছেলে-মেয়ের সম্পত্তি পায় না। অনুরুপভাবে মুসলিম সন্তানও তার বিধর্মী পিতা-মাতার উত্তরাধিকার পাবে না। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে কেউ কারও সম্পত্তি পাবে না। জারজ সন্তান পিতার উত্তরাধিকারী হয় না, কিন্তু তার মা ও মায়ের আত্মীয়দের থেকে সম্পত্তি সাধারণ নিয়ম অনুযায়ী পাবে (মুসলিম হানাফী আইন অনুসারে)।
শরিয়া আইনে শারীরিক কিংবা মানসিক ভারসাম্যহীনতার কারণে কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। তবে তার কল্যাণে সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্দেশ্যে একজন অভিভাবক নিযুক্ত করার বিধান রয়েছে। আদালতের মাধ্যমে এই অভিভাবক নিযুক্ত করা যায়। ইসলামী আইনে যেহেতু দত্তক সন্তান গ্রহণের বিধান নেই। কাজেই দত্তক সন্তান উত্তরাধিকার পাবে না। তবে সম্পদের মালিক যে কেউ তার অধীনে থাকা পোষ্য বা পালিত সন্তানের নিরাপত্তায় জীবিতাবস্থায় সম্পদ দান করতে পারেন; এমনকি সব সম্পদও। সম্পদ কেনার সময়েই পোষ্যর নামে কিনতে পারেন। ত্যাজ্যপুত্র একটি ভ্রান্ত ধারণা। আইনে ত্যাজ্যপুত্র-কন্যা বলে কিছুই নেই।এরকম ঘোষণা দেয়ায় পিতার মৃত্যুর পর অন্য উত্তরাধিকারিরা সম্পত্তি বণ্টনের সময় পক্ষপাতমূলক বা ভুল সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই। এসকল বিষয়ে যদি--
#law_tips_bd
#landpropertyng
#jomi_bicroy
#divorce
#criminal_case
#civillawyer
#civil_court
#civil_case
সম্পত্তি বন্টন,কন্যারা থাকলে কিভাবে সম্পত্তি বন্টন হবে,শুধু মেয়ে থাকলে কিভাবে সম্পত্তি বন্টন হবে,পুত্র সন্তান না থাকলে কিভাবে সম্পত্তি বন্টন হবে,কে বঞ্চিত হতে পারে উত্তরাধিকার সম্পত্তি হতে ?,৩ টি কারনে পিতার সম্পত্তি কন্যারা আর পাবে না!,জমি থেকে বঞ্চিত হলে কি করবেন,সম্পত্তির উত্তরাধিকার আইন,উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কে কি বলে,বাবার সম্পত্তি বন্টন,হত্যাকারী সম্পত্তি থেকে বঞ্চিত হয়,সম্পত্তির উত্তরাধিকার আইন বাংলাদেশ,সম্পত্তি বন্টন আইন
a land deprived,deprived,deprived productions,irulas deprive of land rights,irulas deprives of land rights,tamil nadu tribe deprived of land rights,land,deprive,sleep deprived,sleep deprived podcast,land row,land titles,sri lanka,tamil nadu land rights,land rights in tamil nadu,land rights in south india,farm land ownership,land conflict watch,deprivation,strive dlc,complete deprivation,pride,primobolan,strive,strive slayer,slayer strive
Информация по комментариям в разработке