ঢাকায় এসে পৌঁছেছে কলকাতার সেই জাহাজ | অভিজ্ঞতা কেমন | Dhaka to Kolkata Trip by Ship | Media Secret

Описание к видео ঢাকায় এসে পৌঁছেছে কলকাতার সেই জাহাজ | অভিজ্ঞতা কেমন | Dhaka to Kolkata Trip by Ship | Media Secret

নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে বিদেশি পর্যটকবাহী সেই জাহাজ

বাংলাদেশ-ভারত পর্যটকবাহী জাহাজ ‘আর ভি বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাহাজটি নারায়ণগঞ্জ বি.আই.ডব্লিউটিএ’র নদীবন্দরের ভিআইপি জেটিতে এসে নোঙর করে।

এসময় নদীবন্দরের যুগ্ম-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা বিদেশি অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে জাহাজটি নারায়ণগঞ্জে এসে পৌঁছায়। এদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের উপদেষ্টা দীপক বড়ুয়া, ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটির (আই ডব্লিউ আই) সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাস এবং আর ভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিংসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন।

গত ২৯ মার্চ দুপুর সাড়ে বারোটায় ভারতের কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ৩০ মার্চ সন্ধ্যায় খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে এসে নোঙর করে।

দীর্ঘ ৭০ বছর পর পুনরায় এই যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় দুই দেশের মধ্যে সব ধরণের সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছেন জাহাজটির চেয়ারম্যান।

Комментарии

Информация по комментариям в разработке