খরগোশের হিট স্ট্রোক এর চিকিৎসা | খরগোশ পালন পদ্ধতি | Khorgos Palon Poddoty | Rabbit Heat stroke

Описание к видео খরগোশের হিট স্ট্রোক এর চিকিৎসা | খরগোশ পালন পদ্ধতি | Khorgos Palon Poddoty | Rabbit Heat stroke

খরগোশের হিট স্ট্রোক এর চিকিৎসা | খরগোশ পালন পদ্ধতি | Khorgos Palon Poddoty | Rabbit Heat stroke
আজকের এপিসোড আপনি জানবেন খরগোশ হিট স্ট্রোক করলে কি করতে হয়। আমরা সকলেই জানি খরগোশ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। এজন্য গরমে ওরা প্রচুর হাঁপাতে থাকে। আবার খরগোশ যদি গরম একেবারে সহ্য করতে না পারে তবে খরগোশ হিট স্ট্রোক করে ফেলে। আর হিট স্ট্রোক করলে আপনি যদি সময়মত খরগোশের সঠিক চিকিৎসা পদ্ধতি না জানেন তবে খরগোশ কে বাঁচানো কঠিন হয়ে যায়। আজকের এপিষদে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কোনভাবে যদি আপনার খরগোশগুলো হিট স্ট্রোক করে ফেলে তবে ইমিডিয়েট ইমার্জেন্সি ভাবে আপনি কি কি স্টেপ ফলো করে সুস্থ করতে পারেন।
প্রথমে আসুন জানি হিট স্ট্রোক কি এবং হিট স্ট্রোকের লক্ষণ কি।
প্রচণ্ড গরমে খরগোশ যখন শকে চলে যায় বা শক খায় তখন একে আমরা হিটস্ট্রোক বলি।
হিট স্ট্রোক করলে খরগোশ আস্তে আস্তে হাত পা ছেড়ে দিতে থাকে। খরগোশ পুরো শরীর ছেড়ে দিয়ে পড়ে থাকে । শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে যাবে। সে নাড়াচাড়া করতে পারবে না।
এছাড়া খরগোশ হিটস্ট্রোক করলে খরগোশের কাণ এবং মাথা প্রচন্ড গরম হয়ে যায়। আপনি কান এবং মাথায় হাত দিলে বুঝতে পারবেন বিষয়টা। তাছাড়া এদের পেটটাও প্রচন্ড গরম হয়ে যাবে। খরগোশের হিটস্ট্রোকের আরও একটা লক্ষণ হলো মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এখানে উল্লেখিত লক্ষণগুলো যদি আপনি আপনার খরগোশের মধ্যে হঠাৎ দেখতে পান তবে বুঝতে পারবেন সে হিট স্ট্রোক করেছে তারা এখন ট্রিটমেন্ট দরকার।

আলহামদুলিল্লাহ আমার কাছে যতগুলো খরগোশ রয়েছে সবগুলোই সুস্থ সবল আছে। তবে আমি আমার একটা সুস্থ খরগোশ দিয়েই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো হিট স্ট্রোক করলে কি কি করতে হয়।

1, প্রথমেই হিট স্ট্রোক করা খরগোশকে ঠান্ডা জায়গায় নিয়ে রাখুন। এ সময় এদের সরাসরি ফ্যানের নিচে নিয়ে শুইয়ে রাখুন। চেষ্টা করুন খরগোশ টাকে একটু ঠান্ডা করার।
2, ভেজা কাপড় দিয়ে খরগোশ এর পুরো শরীর মুছে দিন। বিশেষ করে খরগোশের মাথা এবং কান বারবার মুছে দিন। খেয়াল রাখবেন আবার কোন ভাবে যেন কানে পানি চলে না যায়। এবার খরগোশের কান গুলোতে ভেজা কাপড় ধরে 10-15 সেকেন্ড অপেক্ষা করুন। এভাবে কয়েকবার খরগোশের কাণগুলো ঠান্ডা করার চেষ্টা করুন। তাছাড়া তাদের ঘাড়ের অংশটা বারবার মুছে দিন, ফ্রিজের পানি দিয়ে এদের মাথা এবং শরীর ভালোভাবে মুছে দিন ‌ ‌
3, পরবর্তী ধাপে ফ্রিজ থেকে বরফ বের করে এটাতে একটা গামছা অথবা সুতি কাপড় পেচিয়ে খরগোশের পেটের কাছে দিয়ে রাখুন। এজন্য বোতল ব্যবহার করতে পারেন। হাফ লিটার বা 1 লিটার এর বোতলে পানি ভরে সবসময় ফ্রজেন অবস্থায় রাখতে পারেন। বোতলে জমাটবাঁধা বরফ ব্যবহার করাটাই এক্ষেত্রে সবচেয়ে সুবিধা দায়ক হবে। এভাবে 30 সেকেন্ড পেটের কাছে বরফ বোঝাই পানির বোতল সরিয়ে ফেলবেন। এরপর আবার 30 সেকেন্ড পর পর এই কাজটা পুনরায় করতে থাকুন ।
এই তিনটি ট্রিটমেন্টের পার অনেক ক্ষেত্রেই খরগোশ ঠিক হয়ে যায়। যদি অল্প কিছুক্ষনের মধ্যে ঠিক না হয় তবে।

এই সবকিছু করার পরও যদি খরগোশ ঠিক না হয় তবে খরগোশ কে DNS দিতে হবে।

Dexoride beximco Pharma
ভারতে এটা
ringer lactate solution নামে পাওয়া যায়।
চতুর্থ ধাপে আক্রান্ত খরগোশকে দ্রুত পশু ডাক্তারের কাছে নিয়ে যান। আর নিয়ে যাবার সময়ও খাঁচার ভেতরে গামছা পেঁচানো। বরফ দিয়ে খরগোশকে তার পাশে শুইয়ে নিয়ে যাবেন।


related topics
খরগোশ পালন, খরগোশের হিট স্ট্রোক, খরগোশ হিটস্ট্রোক করলে কি করবেন, খরগোশের চিকিৎসা পদ্ধতি, গরমে খরগোশের যত্ন, খরগোশ মারা যায় কেন, খরগোশ পালন পদ্ধতি
rabbit heat stroke treatment, rabbit heat stroke treatment Bangla

Комментарии

Информация по комментариям в разработке